বন্ধ হতে চলেছে Tata Sky-এর এই সুবিধা ! জেনে নিন বিশদে
Last Updated:
কেবল এবং ডিটিএইচ পরিষেবা ক্ষেত্রে এই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই লাগু হয়েছিল ট্রাইয়ের নয়া নিয়ম। ট্রাই-এর নয়া নির্দেশিকা অনুযায়ী তৈরি করতে হয়েছিল চ্যানেল প্যাক ও প্ল্যান। ট্রাই জানিয়েছে নতুন নিয়মে সুবিধা হবে গ্রাহকদেরই। কিন্তু এই নির্দেশিকায় মাল্টি টিভি কানেকশনের জন্য কোন সঠিক কিছু নিয়ম দেওয়া ছিল না।
মাল্টি টিভি কানেকশনের নতুন সুবিধে আনার মাত্র কয়েকদিনের মধ্যেই এই পরিষেবা বন্ধ করে দিচ্ছে টাটা স্কাই। এই সুবিধে বন্ধ হয়ে যাবে ১৫ জুন থেকে।
টাটা স্কাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী যদি প্যাক পরিবর্তন করা না হয়ে থাকে তবে প্রত্যেকটি বক্সের জন্য আলাদা আলাদা ভাবে প্রাথমিক মূল্যটিই দিতে হবে। তাই নিজেদের বাজেটের কথা ভেবে এই প্যাক পরিবর্তন করে নেওয়া ভালো।
advertisement
advertisement
এই প্যাকটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রত্যেক কানেকশনের জন্য আলাদা আলাদা ভাবে বিল দিতে হবে। কেন এই পরিবর্তন করা হচ্ছে সে কথা খোলসা করে বলা হয়নি সংস্থার পক্ষ থেকে।
view commentsLocation :
First Published :
June 13, 2019 4:28 PM IST