Hyundai Creta : টাটা সিয়েরা বনাম হুন্ডাই ক্রেটা: তাড়াহুড়ো করবেন না, গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে বৈশিষ্ট্য এবং দাম বুঝে নিন

Last Updated:

Honda Creta : কেউ যদি একটি নতুন এসইউভি কেনার পরিকল্পনা করেন এবং কোনটি তাদের জন্য সেরা বিকল্প হতে পারে সে বিষয়ে নিশ্চিত না হন, তাহলে আজ আমরা দুটি এসইউভির তুলনা করব।

News18
News18
কলকাতা : আজকের দিনে দাঁড়িয়ে একটা গাড়ি থাকা কোনও ভাবেই আর বিলাসিতার বিষয় নয়, তা অেক দিক থেকেই প্রয়োজনীয়ও বটে। তবে গাড়ির সঙ্গে একটা জিনিস এখনও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তা হল স্ট্যাটাস সিম্বল। সেই দিক থেকে দেখলে দেশে এসইউভি বিক্রির হার বেড়েছে তা স্বীকার করে নিতেই হয়।
টাটা মোটরস তাদের নতুন এসইউভি টাটা সিয়েরা লঞ্চ করেছে। এই নতুন এসইউভিতে অনেক চমৎকার এবং উন্নত বৈশিষ্ট্য রয়েছে, যা এটিকে ভারতীয় বাজারে হুন্ডাই ক্রেটার সরাসরি প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। কেউ যদি একটি নতুন এসইউভি কেনার পরিকল্পনা করেন এবং কোনটি তাদের জন্য সেরা বিকল্প হতে পারে সে বিষয়ে নিশ্চিত না হন, তাহলে আজ আমরা দুটি এসইউভির তুলনা করব। যা অনেককেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কার কোনটি কেনা উচিত।
advertisement
টাটা সিয়েরা বনাম হুন্ডাই ক্রেটা: দাম
advertisement
টাটা সিয়েরার প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ১১.৪৯ লাখ টাকা। তবে, এটি একটি প্রাথমিক মূল্য, যার অর্থ এর দাম বাড়তে পারে। এদিকে, হুন্ডাই ক্রেটার প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ১০.৭৩ লাখ এবং এর শীর্ষ ভ্যারিয়েন্টের দাম ২০.২০ লাখ টাকা পর্যন্ত যায়।
টাটা সিয়েরা আকারে হুন্ডাই ক্রেটার চেয়ে বড়, বেশি কেবিন স্পেস অফার করে। এসইউভিটির দৈর্ঘ্য ৪৩৪০ মিমি, প্রস্থ ১৮৪১ মিমি এবং উচ্চতা ১৭১৫ মিমি। এর হুইলবেস ২৭৩০ মিমি এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ মিমি। অন্য দিকে, হুন্ডাই ক্রেটার ৪৩৩০ মিমি দৈর্ঘ্য, ১৭৯০ মিমি প্রস্থ এবং ১৬৩৫ মিমি উচ্চতা। এর হুইলবেস ২৬১০ মিমি এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯০ মিমি।
advertisement
টাটা সিয়েরা বনাম হুইলবেস ক্রেটা: বৈশিষ্ট্য
উভয় এসইউভিতেই বেশ কিছু উন্নত বৈশিষ্ট্য রয়েছে। টাটা সিয়েরায় রয়েছে ট্রিপল-স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্রিমিয়াম ইন্টিরিয়র, সফট-টাচ মেটেরিয়াল, প্যানোরামিক সানরুফ, এলইডি লাইট, মুড লাইটিং, অত্যাশ্চর্য সামনের এবং পিছনের নকশা এবং ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল।
আরও পড়ুন- আইফোন 16 পাওয়া যাচ্ছে জলের দরে! হাতে সময় কম, ‘ব্ল্যাক ফ্রাইডে’ সেলে কোথায় পাবেন জানুন
হুন্ডাই ক্রেটায় বেশ কিছু প্রিমিয়াম বৈশিষ্ট্যও রয়েছে যা এটিকে একটি আধুনিক এবং স্টাইলিশ লুক দেয়। এর স্প্লিট হেডলাইট সেটআপ, বড় ক্যাসকেডিং গ্রিল এবং স্পোর্টি অ্যালয় হুইল দেশের রাস্তায় নিঃসন্দেহে আবেদন বৃদ্ধি করে। ক্রেটার কেবিনও একটি প্রিমিয়াম অনুভূতি প্রদান করে। এর মধ্যে রয়েছে একটি প্যানোরামিক সানরুফ, বায়ুচলাচলযুক্ত সামনের আসন, একটি ১০.২৫-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ১০.২৫-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি ইলেকট্রনিক পার্কিং ব্রেক।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Hyundai Creta : টাটা সিয়েরা বনাম হুন্ডাই ক্রেটা: তাড়াহুড়ো করবেন না, গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে বৈশিষ্ট্য এবং দাম বুঝে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement