আইফোন 16 পাওয়া যাচ্ছে জলের দরে! হাতে সময় কম, 'ব্ল্যাক ফ্রাইডে' সেলে কী ভাবে কোথায় পাবেন জানুন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Apple-এর iPhone 16 এখন ব্ল্যাক ফ্রাইডে সেলে মাত্র ₹39,990 টাকায়, Apple Intelligence AI ও Siri AI-সহ. অফার ৩০ নভেম্বর পর্যন্ত!
এখন আইফোন ১৬ (iphone 16) পাওয়া যাচ্ছে মাত্র ₹39,990 টাকায়। ব্যাঙ্ক অফার, কুপন এবং এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে অ্যাপলের (Apple) এই AI–চালিত ফোনটি অত্যন্ত কম দামে কিনে নেওয়া যাচ্ছে। অফারটি ব্ল্যাক ফ্রাইডে সেলের অংশ, এবং এটি ৩০ নভেম্বর পর্যন্ত থাকছে। অতএব হাতে আর একদম সময় নেই।
আইফোনের জনপ্রিয়তা বরাবরের মতোই তুঙ্গে, দাম যতই বেশি হোক না কেন। আইফোন ১৬ বাজারে এসেছে ২০২৪ সালে, এবং এটি অ্যাপলের প্রথম বেস মডেল যেখানে রয়েছে Apple Intelligence AI ও Siri AI সাপোর্ট। ক্রোমার ব্ল্যাক ফ্রাইডে সেলের দৌলতে এই ফোন এখন প্রায় ৪০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে—যা ভারতে এ পর্যন্ত অন্যতম সেরা অফার।
advertisement
advertisement
ক্রোমা জানিয়েছে, কী ভাবে বিভিন্ন ছাড় মিলিয়ে এই ফোনের দাম ৪০ হাজার টাকার নীচে নামানো সম্ভব। ফোনটির সেলিং প্রাইস রাখা হয়েছে ₹66,490, যা লঞ্চ প্রাইসের থেকে ১৩ হাজার টাকার বেশি কম। এরপর যোগ হবে নির্বাচিত ব্যাংক কার্ডের অফার, অতিরিক্ত ডিসকাউন্ট কুপন এবং এক্সচেঞ্জ বোনাস—সব মিলে দাম নেমে আসবে ₹39,990 টাকায়। অফারটি ইতিমধ্যেই লাইভ এবং ৩০ নভেম্বর পর্যন্ত থাকবে।
advertisement

আইফোন 16 পাওয়া যাচ্ছে জলের দরে! হাতে সময় কম, ‘ব্ল্যাক ফ্রাইডে’ সেলে কী ভাবে কোথায় পাবেন জানুন!
Apple iPhone 16–এর স্পেসিফিকেশন
advertisement
advertisement
আইফোন ১৬ কেনার সবচেয়ে বড় সুবিধা হলো অ্যাপলের নতুন AI ফিচার, এবং শীঘ্রই আসছে নতুন Siri AI আপগ্রেড। কোম্পানি জানিয়েছে, এই AI সুবিধাগুলো খুব শিগগিরই আরও বহু দেশে রোল আউট করা হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2025 10:20 PM IST

