ভারতের বাজারে লঞ্চ হল Tata Curvv ICE, দাম ও ফিচার দেখে নিন

Last Updated:

Tata Curvv ICE মডেলের মোট ৮টি ভেরিয়েন্ট এবং ৬টি রঙের বিকল্প রয়েছে। গ্রাহকরা পছন্দমতো বেছে নিতে পারেন।

কলকাতা: বৈদ্যুতিক এসইউভি Curvv লঞ্চ হয়েছিল আগেই। এবার তাতে ICE ইঞ্জিন জুড়ে দিল টাটা। পেট্রোল এবং ডিজেল, দু’রকম ইঞ্জিনেই বাজারে আত্মপ্রকাশ করল Tata Curvv ICE মডেল।
পেট্রোল ইঞ্জিনের দাম ৯.৯৯ লক্ষ টাকা (এক্স শোরুম) এবং ডিজেল ইঞ্জিনের দাম ১১.৪৯ লক্ষ টাকা (এক্স শো রুম) থেকে শুরু।
Tata Curvv ICE মডেলের মোট ৮টি ভেরিয়েন্ট এবং ৬টি রঙের বিকল্প রয়েছে। গ্রাহকরা পছন্দমতো বেছে নিতে পারেন। পেট্রোল বা ডিজেল চালিত Curvv কিনতে চাইলে এখনই প্রি বুকিং করতে পারেন গ্রাহক। টাটার অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত ডিলারের কাছ থেকে কিনলে মিলবে লেটেস্ট অফারও।
advertisement
advertisement
Tata Curvv ICE দেখতে অবিকল বৈদ্যুতিক মডেলের মতোই। যেন যমজ ভাইবোন। তবে বৈদ্যুতিক সংস্করণের থেকে আলাদা দেখানোর জন্য নয়া মডেলের ভিতরে এবং বাইরে বেশ কিছু উপাদান যোগ করেছে কোম্পানি। ফ্রন্ট গ্রিল সামান্য আলাদা। তবে এলইডি হেডলাইটগুলো একই রকম।
আবার বাকি আলোগুলোতে কিছুটা ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। দেওয়া হয়েছে কুপ স্টাইল, যা বেশ নান্দনিক। ডায়মন্ড কাট স্টাইলিশ R16 অ্যালয় হুইলও দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন- মেশিনের ত্রুটি,’ক্লিন’ হচ্ছে না কাপড়?জমার কলার-হাতা ধবধবে সাদা,চুটকিতে সমাধান
কেবিনের অন্দরসজ্জা চমকে দেওয়ার মতোই। তবে বৈদ্যুতিন সংস্করণের চেয়ে আলাদা কিছু নয়। মাল্টি-ফাংশনাল 4-স্পোক স্টিয়ারিং হুইল, ওয়্যারলেস চার্জিং পোর্ট, একাধিক চার্জিং সকেট, অটোমেটিক ক্লাইম্যাট কন্ট্রোল, স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ, 9 স্পিকার JBL অডিও সিস্টেম, এয়ার পিউরিফায়ার দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে বিশাল প্যানোরামিক সানরুফ।
advertisement
এছাড়াও গ্রাহকরা পাচ্ছেন একটি শক্তিশালী 12.3 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। ইউনিটটি অ্যাপল, অ্যান্ড্রয়েড এবং অটো কারপ্লে সহ সমস্ত ওয়্যারলেস কার সংযোগ প্রযুক্তি সাপোর্ট করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পাওয়ারট্রেন অপশন। Tata Curvv ICE-তে পেট্রোল এবং ডিজেল দু’রকম ইঞ্জিনেই এসেছে। আগে 1.2 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন এবং এবারে একেবারে নতুন 1.2 লিটার T-GD দেওয়া হয়েছিল যা 170 Nm এবং 123 bhp এবং 225 Nm টর্ক সহ সর্বোচ্চ 118 bhp শক্তি উৎপন্ন করে৷
advertisement
যদিও পরে 1.5 লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয় যা 113 bhp এবং 260 Nm পিক টর্কের একটি চিত্তাকর্ষক আউটপুট দিচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতের বাজারে লঞ্চ হল Tata Curvv ICE, দাম ও ফিচার দেখে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement