Washing Machine Vs Washing in Hand: ওয়াশিং মেশিনের ত্রুটি, 'সুপার ক্লিন' হচ্ছে না কাপড়? এক চুটকিতে সমাধান, জমার কলার-হাতা ধবধবে সাদা হবে
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Cleaning Hacks Tech Tips: একনজরে দেখলে মনে হবে ডিটারজেন্টের কারণেই বোধহয় এমনটা হয়েছে।
জামাকাপড় কাচা অতটাও সহজ নয়, যতটা মনে হয়। একটু এদিক ওদিক হলেই রঙ উঠবে। অদ্ভুত গন্ধও ছাড়তে পারে। তবে সবচেয়ে বেশি যে সমস্যায় পড়তে হয় সেটা হল, সদ্য কাচা জামাকাপড়ের উপর সাদা আস্তরণ পড়ে যাওয়া। একনজরে দেখলে মনে হবে ডিটারজেন্টের কারণেই বোধহয় এমনটা হয়েছে। এটা সত্যি হতে পারে। আবার এর অন্য কারণ থাকাও অসম্ভব নয়।
advertisement
advertisement
খর জল: সাদা আস্তরণ বা অবশিষ্টাংশ খর জলের কারণে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ডিটারজেন্ট, সাবান, ময়লা এবং খর জল, সব মিলেমিশে এক খিচুড়ি তৈরি হয়। তার প্রভাব পড়ে জামাকাপড়ে। অধিকাংশ সময় পোশাকের সূক্ষ ফাইবারে এগুলো আটকে যায়। সেটাই সাদা আস্তরণের মতো দেখায়। এমনটা হলে পাউডারের বদলে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করাই ভাল।
advertisement
advertisement
ওভারস্টাফ ওয়াশিং মেশিন: ওয়াশিং মেশিনের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। এখন তাকে যদি তার ক্ষমতার বেশি জামাকাপড় কাচতে দেওয়া হয় তাহলে গণ্ডগোল বাঁধবে। একে বলে ওভারলোডের সমস্যা। ওয়াশার ঠিক ভাবে কাজ করবে না। সব জামাকাপড়ে সঠিক মাত্রায় জল এবং ডিটারজেন্ট পৌঁছনোটা গুরুত্বপূর্ণ। ওভারলোডিংয়ে সব তালগোল পাকিয়ে যায়। ফলে জামাকাপড় ভালভাবে পরিস্কার হবে না। তখন আবার কাচতে হবে।
advertisement
নোংরা ওয়াশিং মেশিন: ওয়াশিং মেশিন নিয়মিত পরিস্কার করা জরুরি। মেশিন থেকে যদি গন্ধ ছাড়ে তাহলে জামাকাপড় না কাচাই উচিত। সবার আগে মেশিন পরিস্কার করতে হবে। যদি দেখা যায়, সব ঠিক আছে, কিন্তু তারপরেও জামাকাপড়ে সাদা স্তর পড়ছে, তাহলে অন্য কিছু না ভেবে আগে মেশিন পরিস্কার করতে হবে। সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এতেই।