#কলকাতা: আধখাওয়া আপেলের প্রতি আসক্তি অনুভব করেননি এমন মোবাইলপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর ৷ কিন্তু অনেক সময়ই শখ থাকলেও সাধ্যের অভাবে ঢোঁক গিলে নিতে বাধ্য হন মধ্যবিত্ত ৷ এ বার কিন্তু আইফোন এক্স-এর লুকে বাজারে এল ভিভোর নতুন মডেল ৷ তাও আবার প্রায় অর্ধেক দামে ৷ দেখে নেওয়া যাক ভিভো ভি9-এর দাম ও ফিচার্সগুলি ৷
আরও পড়ুন: ভারতে দাম কমলো শাওমি রেডমি ৪-এর
• ২২,৯৯০ টাকায় ভারতে পাওয়া যাবে এই ফোন ৷• ভিভো ভি9-এ রয়েছে আইফোন এক্সের মতো নচ-সহ এড-টু-এজ ডিসপ্লে রয়েছে এতে ৷• ৯০ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এতে ৷ ২২৮০x১০৮০ রেজলিউশনের ৬.৩ ইঞ্চি ফুলএইচডি বেজেললেস ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনে ৷
• এতে রয়েছে ফেস আনলক ফিচার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ৷• এই মডেলে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৯ প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ৷• ৩২৬০ এমএএইচ ব্যাটারি থাকবে এই ফোনে ৷• অ্যান্ড্রয়ে়ড ৮.১ ওরিও ভার্সন রয়েছে এতে ৷• ১৬ এমপি এবং ৫ এমপি ডুয়াল ব্যাক ক্যামেরা ও ২৪ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Apple, Feature, IPhone X, New Mobile, New Phone Launch, Specification, Vivo V9