হুবহু আইফোন এক্সের মতো দেখতে ভিভোর ভি9 এল বাজারে, দাম কত?

Last Updated:

আধখাওয়া আপেলের প্রতি আসক্তি অনুভব করেননি এমন মোবাইলপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর ৷ কিন্তু অনেক সময়ই শখ থাকলেও সাধ্যের অভাবে ঢোঁক গিলে নিতে বাধ্য হন মধ্যবিত্ত ৷

#কলকাতা: আধখাওয়া আপেলের প্রতি আসক্তি অনুভব করেননি এমন মোবাইলপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর ৷ কিন্তু অনেক সময়ই শখ থাকলেও সাধ্যের অভাবে ঢোঁক গিলে নিতে বাধ্য হন মধ্যবিত্ত ৷ এ বার কিন্তু আইফোন এক্স-এর লুকে বাজারে এল ভিভোর নতুন মডেল ৷ তাও আবার প্রায় অর্ধেক দামে ৷ দেখে নেওয়া যাক ভিভো ভি9-এর দাম ও ফিচার্সগুলি ৷
• ২২,৯৯০ টাকায় ভারতে পাওয়া যাবে এই ফোন ৷
advertisement
• ভিভো ভি9-এ রয়েছে আইফোন এক্সের মতো নচ-সহ এড-টু-এজ ডিসপ্লে রয়েছে এতে ৷
• ৯০ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এতে ৷ ২২৮০x১০৮০ রেজলিউশনের ৬.৩ ইঞ্চি ফুলএইচডি বেজেললেস ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনে ৷
advertisement
• এতে রয়েছে ফেস আনলক ফিচার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ৷
• এই মডেলে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৯ প্রসেসর, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ৷
• ৩২৬০ এমএএইচ ব্যাটারি থাকবে এই ফোনে ৷
• অ্যান্ড্রয়ে়ড ৮.১ ওরিও ভার্সন রয়েছে এতে ৷
• ১৬ এমপি এবং ৫ এমপি ডুয়াল ব্যাক ক্যামেরা ও ২৪ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
হুবহু আইফোন এক্সের মতো দেখতে ভিভোর ভি9 এল বাজারে, দাম কত?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement