সিলিং ফ্যান নাকি টেবিল ফ্যান, গরমে বিদ্যুৎ বাঁচায় কে! পকেট বাঁচাতে জেনে নিন

Last Updated:

Ceiling fan: সাধারণ গৃহস্থ বাড়িতে সিলিং ফ্যান, টেবিল ফ্যানের পাশাপাশি স্ট্যান্ড ফ্যানও চলে। কোনটায় কারেন্ট বেশি পোড়ে? জেনে নিন।

কলকাতা: গরম বাড়ছে প্রতিদিন। এপ্রিলের শুরুতেই ৪০ ছুঁই-ছুঁই শহর কলকাতা। জেলাগুলির অবস্থা আরও খারাপ। হাঁসফাঁস মানুষের প্রাণ। সারাদিন ঘুরছে পাখা। ফলে ক্রমশ বাড়ছে বিদ্যুতের বিল। এই পরিস্থিতিতে কোন পাখা লাগালে সাশ্রয় করা যেতে পারে বিদ্যুৎ, খানিকটা কমানো যেতে পারে বিল, তা নিয়ে ভাবনা-চিন্তা করা দরকার।
সাধারণত গৃহস্থ বাড়িতে ফিলিং অথবা টেবিল ফ্যান ব্যবহার করা হয়। এই দুই পাখার ক্ষেত্রেই নির্দিষ্ট ফিচার থাকে। আবার এই দুই পাখায় বিদ্যুৎ খরচও হয় দু'রকম। কোন পাখা চালালে বিদ্যুৎ খরচ কম হতে পারে তা জেনে রাখা খুব জরুরি।
আরও পড়ুন- এসি-র থেকে অনেক সস্তা, এই কুলার আবার ভাঁজ করা যায়! কয়েক মিনিটে হবে ঘর ঠাণ্ডা
সাধারণ গৃহস্থ বাড়িতে সিলিং ফ্যান, টেবিল ফ্যানের পাশাপাশি স্ট্যান্ড ফ্যানও চলে। দেখে নেওয়া যাক কোন পাখা কেমন বিদ্যুৎ খরচ করে থাকে
advertisement
advertisement
সিলিং ফ্যানের মোটর সাধারণত ভারি হয়। তাই তা চালানোর জন্য বিদ্যুতের খরচও বেশি হতে পারে। এই পাখা চালানোর জন্য ৭০ থেকে ৭৫ ওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। এগুলি আধুনিক পাখা, যা আমরা এখন বাড়িতে ব্যবহার করি। পাখা পুরনো হলে তা ১৫০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করতে পারে। আগে তেমনই হত।
অন্য দিকে, টেবিল ফ্যান চালানোর জন্য মাত্র ৫০ থেকে ৫৫ ওয়াট শক্তি খরচের প্রয়োজন হয়। তবে সমস্ত টেবিল ফ্যানে একরকম বিদ্যুৎ খরচ হয় না। যেসব টেবিল ফ্যান খুব উচ্চগতির হয়, তাদের জন্য বেশি বিদ্যুৎ খরচ হতে পারে। আবার স্ট্যান্ড ফ্যানের ক্ষেত্রেও বিদ্যুৎ খরচের পরিমাণ বেশি। ৬৫ থেকে ১১০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ প্রয়োজন হয় এই পাখা চালাতে।
advertisement
বোঝাই যাচ্ছে স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ খরচ বেশি, একই সময় টেবিল ফ্যানের বিদ্যুৎ খরচ কিন্তু সিলিং ফ্যানের থেকে কম।
তবে এখন বাজারে নানা রকম বিদ্যুৎসাশ্রয়ী গ্যাজেট পাওয়া যায়। পাখাও তার ব্যতিক্রম নয়। এখন বিভিন্ন সংস্থার সিলিং ফ্যানে বিএলডিসি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই কারণে এই পাখাগুলি মাত্র ২০ থেকে ৩৫ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করেই দিতে পারে শীতল বাতাস। কিন্তু এইসব পাখার দাম একটু বেশি।
advertisement
আরও পড়ুন- গরমে ২৪ ঘণ্টা ফ্রিজ চলছে! কেঁপে উঠল বিস্ফোরণে, মুহূর্তেই তছনছ হতে পারে, সহজ টিপস
বিএলডিসি মোটর একটি উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক মোটর। তবে একেবারে নতুন নয়। কারণ এটি পুরনো প্রচলিত ডিসি মোটরের একটি উন্নত রূপ বলা যায়। বিএলডিসি মোটর লাগানো সিলিং ফ্যান সবচেয়ে কম পরিমাণে বিদ্যুৎ খরচ করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সিলিং ফ্যান নাকি টেবিল ফ্যান, গরমে বিদ্যুৎ বাঁচায় কে! পকেট বাঁচাতে জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে, কুয়াশার সতর্কতা সর্বত্র, জাঁকিয়ে শীত কবে?
তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে, কুয়াশার সতর্কতা সর্বত্র, জাঁকিয়ে শীত কবে?
  • তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে

  • কুয়াশার সতর্কতা সর্বত্র

  • জাঁকিয়ে শীত কবে?

VIEW MORE
advertisement
advertisement