Tech News: ১৬ মার্চ পার, বন্ধ Paytm পেমেন্টস ব্যাঙ্কের ফ্যাস্ট্যাগ রিচার্জ, নতুন ব্যবস্থা কী?

Last Updated:

Fastag Recharge: ফ্যস্ট্যাগ ইস্যু করতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। কেন্দ্রীয় কোম্পানি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ফ্যাট্যাগ ইস্যুকারী ব্যাঙ্ক এবং এনবিএফসি-দের তালিকা থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নাম বাদ দিয়েছে।

মুম্বই: ফ্যস্ট্যাগ ইস্যু করতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। কেন্দ্রীয় কোম্পানি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ফ্যাট্যাগ ইস্যুকারী ব্যাঙ্ক এবং এনবিএফসি-দের তালিকা থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নাম বাদ দিয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান হাইওয়ে ম্যানেজমেন্ট কোম্পানি অনুমোদিত ব্যাঙ্ক থেকেই ফ্যাস্ট্যাগ কেনার পরামর্শ দিয়েছে গাড়ি চালকদের।
এর আগে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞার সময়সীমা ২৯ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৫ মার্চ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এই সময়ের পর পেটিএমের জারি করা ফ্যাস্ট্যাগ আর কাজ করবে না। যে সব গ্রাহকদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে, তাঁদের ১৫ মার্চের মধ্যে সেটা খরচ করতে হবে বা তুলে নিতে হবে। এই সময়সীমার পরেও ব্যালেন্স পরে থাকলে তাঁরা রিফান্ড দাবি করতে পারেন। কারণ ১৬ মার্চ থেকে গ্রাহকরা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ফ্যাস্ট্যাগ রিচার্জ বা টপ আপ করতে পারবেন না।
advertisement
advertisement
‘একটি গাড়ি, একটি ফ্যাস্ট্যাগ’ নীতিতে পেটিএমের ফ্যাস্ট্যাগ নিষ্ক্রিয় করতে হবে। কারণ একটি ফ্যাস্ট্যাগ একটি গাড়ির সঙ্গেই লিঙ্ক করার নিয়ম রয়েছে। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, একটি গাড়িতে দুটি ফ্যাস্ট্যাগ চালানো যাবে না। গাড়ি চালকদের অবশ্যই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে হবে এবং অনুমোদিত ভিন্ন ব্যাঙ্ক থেকে নতুন ফ্যাস্ট্যাগ নিতে হবে। পাশাপাশি নতুন ফ্যাস্ট্যাগ কেনার আগে পুরনো ফ্যাস্ট্যাগ নিষ্ক্রিয় করতে হবে। নাহলে নতুন ফ্যাস্ট্যাগের কেওয়াইসি করা যাবে না।
advertisement
পেটিএম ফ্যাস্ট্যাগ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার পদ্ধতি: পেটিএম অ্যাপ খুলে স্ক্রিনের বাম দিকের আইকনে ক্লিক করে প্রোফাইলে যেতে হবে।
এবার স্ক্রোল করে নামতে হবে নীচের দিকে। ক্লিক করতে হবে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ অপশনে।
আরও পড়ুনGoogle Chrome Alert: গুগল ক্রোম নিয়ে নয়া সতর্কতা জারি করল কেন্দ্র, আপনি দুটো ভার্সন ব্যবহার করছেন এখনও?
‘ব্যাঙ্কিং সার্ভিস অ্যান্ড পেমেন্ট’ বিভাগে গিয়ে ‘ফ্যাস্ট্যাগ’ বাছতে হবে।
advertisement
এখানে ‘চ্যাট উইথ আস’ বিভাগ খুলে যাবে। এতে ক্লিক করতে হবে।
কাস্টমার কেয়ার এগজিকিউটিভের সঙ্গে কানেক্ট হওয়ার পর তাঁকে ফ্যাস্ট্যাগ নিষ্ক্রিয় করার কথা জানাতে হবে। অ্যাকাউন্টের তথ্য বা শনাক্তকরন সংক্রান্ত প্রশ্ন করা হতে পারে। সে সব তথ্য দিতে হবে।
কাস্টমার কেয়ার এগজিকিউটিভের নির্দেশ মতো ধাপে ধাপে ফ্যাস্ট্যাগ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে হবে ইউজারকে।
advertisement
ফ্যাস্ট্যাগ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেলে ইমেলে নোটিফিকেশন চলে আসবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tech News: ১৬ মার্চ পার, বন্ধ Paytm পেমেন্টস ব্যাঙ্কের ফ্যাস্ট্যাগ রিচার্জ, নতুন ব্যবস্থা কী?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement