Smartphones: Samsung Galaxy M14 5G-র দাম পড়ল অনেকটাই, কোথায় কত ছাড়ে পাবেন?

Last Updated:

Smartphones: জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে Samsung Galaxy M14 5G ফোনের উপরে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। Galaxy M14 5G ফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

 Samsung Galaxy M14 5G-র দাম পড়ল অনেকটাই, কোথায় কত ছাড়ে পাবেন?
Samsung Galaxy M14 5G-র দাম পড়ল অনেকটাই, কোথায় কত ছাড়ে পাবেন?
ভারতে চালু হয়ে গিয়েছে ৫জি সার্ভিস। সুতরাং যাঁরা নতুন ফোন কেনার কথা চিন্তা করছেন, তাঁরা ৫জি ফোন কেনার কথা ভেবে দেখতে পারেন। কারণ জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung-এর একটি ৫জি ফোনে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে Samsung Galaxy M14 5G ফোনের উপরে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। Galaxy M14 5G ফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। সেই দুটি মডেল হল ৪ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ।
অ্যামাজনের সেল ব্যানার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Samsung Galaxy M14 5G ফোন ১৭,৯৯০ টাকার পরিবর্তে মাত্র ১৩,৪৯০ টাকায় কেনা যাবে। এই ফোনের সবচেয়ে বিশেষ বিষয় হল এর ৫ nm অক্টা-কোর প্রসেসর। এছাড়াও এতে একটি ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা রয়েছে।
advertisement
advertisement
Samsung Galaxy M14 5G ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির PLS LCD ডিসপ্লে, যা ফুল HD+ রেজোলিউশন সহ আসে। এর স্ক্রিন ৯০ Hz রিফ্রেশ রেট যুক্ত।
এই Samsung ফোনটি Android 13-এ কাজ করে। এই ফোনে সংস্থা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর বিকল্পও দিয়েছে। গ্রাহকরা এই ফোনটি সিলভার, ব্লু এবং ডার্ক ব্লু কালার অপশনে কিনতে পারবেন।
advertisement
ক্যামেরা হিসেবে Samsung Galaxy M14 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটিতে f/১.৮ অ্যাপারচার এবং PDAF সহ একটি ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর রয়েছে।
এছাড়াও, এতে ম্যাক্রো এবং ডেপথ শটের জন্য দুটি ২ মেগাপিক্সেল সেন্সর যুক্ত করা হয়েছে। ফোনটিতে সেলফি তোলার জন্য একটি ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এর ক্যামেরা ১০৮০p রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে।
advertisement
পাওয়ারের জন্য, ফোনটিতে একটি ৬০০০ mAh ব্যাটারি রয়েছে, যা ২৫ W দ্রুত চার্জিং প্রযুক্তি যুক্ত। কোম্পানি এখনও পর্যন্ত তার বাজেট ফোনে ১৫ W প্রযুক্তি অফার করেছে। জেনে রাখা প্রয়োজন যে, এই ফোনের বাক্সে কোম্পানির তরফে কোনও চার্জার দেওয়া হচ্ছে না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphones: Samsung Galaxy M14 5G-র দাম পড়ল অনেকটাই, কোথায় কত ছাড়ে পাবেন?
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement