Smartphones: দামে-ফিচারে প্রায় কাছাকাছি, Samsung Galaxy A14 ও Galaxy M14 5G ফোনের মধ্যে কোনটা কেনা উচিত হবে?

Last Updated:

Smartphones: জনপ্রিয় কোম্পানি Samsung সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন Galaxy A14 লঞ্চ করেছে। এই ফোনে FHD+ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

Samsung Galaxy A14 ও Galaxy M14 5G ফোনের মধ্যে কোনটা কেনা উচিত হবে?
Samsung Galaxy A14 ও Galaxy M14 5G ফোনের মধ্যে কোনটা কেনা উচিত হবে?
জনপ্রিয় কোম্পানি Samsung সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন Galaxy A14 লঞ্চ করেছে। এই ফোনে FHD+ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। অন্য দিকে, এক মাস আগে Samsung তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন Galaxy M14 5G লঞ্চ করেছিল। এই দুটি স্মার্টফোনের দাম এবং ফিচার প্রায় একই। তাহলে কোনটা কেনা উচিত হবে?
Samsung কোম্পানির দুটি ফোনেই রয়েছে FHD+ ডিসপ্লে, ৫০০০ mAh ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মতো ফিচার। এছাড়াও, এই দুটি ফোনের দামও প্রায় একই রকম। Galaxy A14 ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। অন্য দিকে, Samsung Galaxy M14 5G ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩,৯৯০ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯০ টাকা।
advertisement
advertisement
উভয় মডেলের মধ্যে প্রধান পার্থক্য হল 5G সাপোর্ট। Galaxy M14 5G ফোনে 5G সাপোর্ট রয়েছে। কিন্তু, Galaxy A14 ফোন একটি 4G হ্যান্ডসেট। উভয় ফোনের দাম প্রায় একই হলেও দুটি ফোনই ৫জি নয়।
ডিসপ্লে সম্পর্কে কথা বললে বলতে হয়, Samsung Galaxy A14 এবং Galaxy M14 5G উভয় ফোনেই একটি ৬.৬-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে রয়েছে। Galaxy M14 5G ফোনে Exynos 1330 Octa Core 2.4GHz ৫nm প্রসেসর দেওয়া হয়েছে এবং Galaxy A14 ফোনে Exynos 850 Octa Core 2GHz প্রসেসর দেওয়া হয়েছে।
advertisement
RAM এবং স্টোরেজ সম্পর্কে কথা বললে বলতে হয়, উভয় ফোনেই RAM এর জন্য ৪ জিবি বা ৬ জিবি বিকল্প রয়েছে। কিন্তু স্টোরেজের জন্য, Galaxy M14 5G ফোনে শুধুমাত্র ১২৮ জিবি ভ্যারিয়েন্ট রয়েছে। Galaxy A14 ফোনে ৬৪ জিবি এবং ১২৮ জিবি বিকল্প রয়েছে।
Galaxy M14 5G ফোনে ৬০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং Galaxy A14 ফোনে ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দুটি ফোনেই ১৫W চার্জিং সাপোর্ট রয়েছে। ক্যামেরা সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয়, উভয় ফোনের ব্যাকে একটি ৫০MP + ২MP + ২MP ক্যামেরা এবং সামনে একটি ১৩MP সেলফি ক্যামেরা রয়েছে।
advertisement
সফ্টওয়্যার সম্পর্কে কথা বললে বলতে হয়, দুটি ফোনই অ্যান্ড্রয়েড ১৩-তে চলে। একই সঙ্গে সুরক্ষার জন্য দুটি ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphones: দামে-ফিচারে প্রায় কাছাকাছি, Samsung Galaxy A14 ও Galaxy M14 5G ফোনের মধ্যে কোনটা কেনা উচিত হবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement