আসছে Moto G34 5G! লেদার ফিনিশ এই বাজেট মোবাইল সম্পর্কে জেনে নিন বিস্তারিত

Last Updated:

Motorola-র অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart-এর মাধ্যমে কেনা যাবে এই নতুন ফোনটি। Motorola-র এই বাজেট ফোনটিতে থাকছে ভেগান লেদার ফিনিশ।

আসছে Moto G34 5G! লেদার ফিনিশ এই বাজেট মোবাইল সম্পর্কে জেনে নিন বিস্তারিত
আসছে Moto G34 5G! লেদার ফিনিশ এই বাজেট মোবাইল সম্পর্কে জেনে নিন বিস্তারিত
নতুন বছরে নতুন স্মার্টফোন। নতুন বছর পড়তে না পড়তেই লঞ্চ করতে চলেছে আরও একটি স্মার্টফোন। Motorola ইতিমধ্যেই নিশ্চিত করে জানিয়েছে, ভারতে Moto G34 ৫জি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে আগামী ৯ জানুয়ারি, ভারতীয় সময় দুপুর ১২টায়।
Motorola-র অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart-এর মাধ্যমে কেনা যাবে এই নতুন ফোনটি। Motorola-র এই বাজেট ফোনটিতে থাকছে ভেগান লেদার ফিনিশ। এই ফোনটি Snapdragon 695 SoC দ্বারা চালিত। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসেই Moto G34 লঞ্চ করেছে চিনের বাজারে। লঞ্চের আগে, Flipkart একটি ডেডিকেটেড মাইক্রোসাইট খুলেছে নতুন ফোনের জন্য। সেখানেই দেখা যাচ্ছে এই ফোনের মূল স্পেসিফিকেশন এবং ফিচারগুলি।
advertisement
advertisement
দেখে নেওয়া যাক এক নজরে—
দাম:
চিনে, Moto G34 ৫ জি ফোনটি এই সময় যে দামে বিক্রি হচ্ছে, ভারতীয় মূল্যে তা প্রায় ১১,৬০০ টাকা। এক্ষেত্রে পাওয়া যাবে ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। মনে করা হচ্ছে ভারতের বাজারে এই ফোনটির দাম হতে পারে ১৫,০০০ টাকা। ফলে বোঝাই যাচ্ছে ভারতে এই ফোনটি Redmi 13C এবং Samsung Galaxy M14- এর মতো ফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
advertisement
ভারতের বাজারে এলে ব্যবহারকারীরা ৮ জিবি পর্যন্ত RAM এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। এছাড়া, ৪ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ-সহ আরও ভেরিয়েন্ট আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে দাম সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।
স্পেসিফিকেশন:
Flipkart থেকে জানা গিয়েছে, ১২০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৫-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে থাকছে নতুন ফোনে। Moto G34 ৫জি ফোনটিতে থাকছে Android 14 অপারেটিং সিস্টেম এবং এটি একটি octa-core Snapdragon 695 SoC। তাছাড়া এটি ভার্চুয়াল RAM সাপোর্ট করবে। সংস্থার দাবি, এটি ডিভাইসের কর্মক্ষমতা বাড়াবে। তাদের দাবি, এটিই Snapdragon 695 চিপসেট-সহ দ্রুততম ৫জি হ্যান্ডসেট।
advertisement
Moto G34 ৫জি ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর-সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট-আপ। সামনে, একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অতিরিক্ত ফিচারগুলির মধ্যে রয়েছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি অ্যাটমস-সহ ডুয়াল স্টিরিও স্পিকার এবং একটি IP52-রেটেড বিল্ড।
ডিভাইসটিতে রয়েছে একটি ৫,০০০mAh ব্যাটারি যা ১৮W ফাস্ট চার্জিংয় সাপোর্ট করে। এর বাক্সে একটি চার্জার থাকবে বলেই মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আসছে Moto G34 5G! লেদার ফিনিশ এই বাজেট মোবাইল সম্পর্কে জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement