Short Circuit: শর্ট সার্কিটের জেরে ঘটতে পারে অগ্নিকাণ্ড; এই কৌশলে এড়ানো যাবে দুর্ঘটনা

Last Updated:

Short circuit: অনেকবার হয়তো শুনেছেন, শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা। আজ জেনে নিন, কীভাবে বিপদ হয়!

হামেশাই শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার খবর শিরোনামে উঠে আসে। আর যে কোনও সময়ে এই শর্ট সার্কিটের ঘটনা ঘটে যেতে পারে। আসলে দিনের বেলায় এটি হলে তা সহজেই জানা যাবে। তবে রাতে শর্ট সার্কিট হলে তা সহজে বোঝা যায় না। যার জেরে বড়সড় দুর্ঘটনা পর্যন্ত ঘটে যেতে পারে। এতে বাড়ি কিংবা অফিসের বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। সেই সঙ্গে শর্ট সার্কিট হলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তাই শর্ট সার্কিটের আশঙ্কা হ্রাস করার জন্য একজন ইলেকট্রিশিয়ানকে ডাকা উচিত। তাহলে আজ জেনে নেওয়া যাক এই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি।
শর্ট সার্কিট কী?
বাড়ির বৈদ্যুতিক সার্কিটে হঠাৎ করে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে তারের ইনস্যুলেশন উপাদানে আগুন ধরে যায় এবং উভয় তার একসঙ্গে গায়ে গায়ে লেগে যায়। এই ঘটনাকে শর্ট সার্কিট বলে। আর এই শর্ট সার্কিট কিন্তু অনেক সময় মারাত্মক আকার ধারণ করতে পারে।
advertisement
advertisement
কী কী কারণে শর্ট সার্কিট হয়?
শর্ট সার্কিটের কয়েকটি কারণ রয়েছে। সেগুলি নিম্নোক্ত
১. যখন একাধিক যন্ত্রের তার একটি মাত্র সকেটের সঙ্গে যুক্ত থাকে কিংবা উচ্চ ভোল্টেজ বিশিষ্ট কোনও যন্ত্র যদি একটি কম শক্তিসম্পন্ন সকেটের সঙ্গে সংযুক্ত থাকে, তখন তারে বিদ্যুতের প্রবাহ দ্রুত বৃদ্ধি পায়। যা শর্ট সার্কিটের অন্যতম প্রধান কারণ।
advertisement
২. অনেক সময় তারের উপর অতিরিক্ত চাপ পড়ার কারণে তারের ইনস্যুলেশন পুড়ে যায়। এর ফলে ফেস তার এবং নিউট্রাল তার একে অপরের সংস্পর্শে চলে আসে। এতে সার্কিটে বিদ্যুতের প্রবাহ বেড়ে যায়। আর শর্ট সার্কিট হয়।
কীভাবে শর্ট সার্কিট প্রতিরোধ করা সম্ভব?
বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করার পরে প্লাগ থেকে সকেটটিকে বার করে দিতে হবে।
advertisement
বৈদ্যুতিক সরঞ্জাম, প্লাগ এবং বৈদ্যুতিক তারগুলি জল আর আগুন থেকে দূরে রাখা উচিত।
একটি সকেটের মধ্যে একাধিক বৈদ্যুতিক যন্ত্রের তার সংযুক্ত করা ঠিক নয়।
এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদির জন্য ১৬ অ্যাম্পিয়ার পাওয়ার সকেট এবং প্লাগ ব্যবহার করা আবশ্যক।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Short Circuit: শর্ট সার্কিটের জেরে ঘটতে পারে অগ্নিকাণ্ড; এই কৌশলে এড়ানো যাবে দুর্ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement