#নয়াদিল্লি: সামনেই আসতে চলেছে ভ্যালেন্টাইনস ডে। ভালবাসার এই দিনে নিজেদের ভালবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য সবথেকে ভাল অপশন হয়ে উঠতে পারে হেডফোন। কারণ এটি বর্তমান সময়ে সকলেরই খুব প্রয়োজনীয় একটি জিনিস। এছাড়া এই হেডফোনের ওপরে পাওয়া যাচ্ছে দুর্দান্ত অফার। জার্মানির হেডফোন কোম্পানি Sennheiser নিয়ে এসেছে একটি ক্রয় করলে আরেকটি বিনামূল্যে পাওয়ার অফার। সুতরাং এই ভ্যালেন্টাইনস সপ্তাহে Sennheiser-এর একটি হেডফোন ক্রয় করলে আরেকটি পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। ভারতে Sennheiser হেডফোনের বিভিন্ন মডেলে এই অফার পাওয়া যাচ্ছে। Sennheiser-এর ওয়েবশপেই পাওয়া যাচ্ছে এই দুর্দান্ত অফার। নিজেদের ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে দুর্দান্ত অফারের সুবিধা। এক নজরে দেখে নেওয়া যাক জার্মানির হেডফোন কোম্পানি Sennheiser-এর বিভিন্ন মডেলের হেডফোন।
HD 250BT -
এই হেডফোনে রয়েছে ওয়ারলেস পেয়ার। HD 250BT হেডফোনে রয়েছে ট্রান্সডিউসার টেকনোলজি, ভাল কোয়ালিটি বাস টেকনোলজি। এছাড়াও HD 250BT হেডফোনে রয়েছে ২৫ ঘণ্টার ব্যাটারি লাইফ অর্থাৎ একবার এই হেডফোন চার্জ দিলে একটানা প্রায় ২৫ ঘণ্টা পর্যন্ত চলবে। HD 250BT হেডফোন পাওয়া যাচ্ছে প্রায় ৫,৪৯০ টাকায়। HD 250BT ক্রয় করলে এর সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে HD 206 ওয়ার হেডফোন।
HD 350BT -
HD 350BT হেডফোনে রয়েছে ডিপ ডায়নামিক বেস টেকনোলজি। HD 350BT হেডফোনে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন এবং গুগল অ্যাসিস্ট্যান্ট। HD 350BT হেডফোন পাওয়া যাচ্ছে প্রায় ৮,৯৯০ টাকায়। HD 350BT ক্রয় করলে এর সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে HD 206 ওয়ার হেডফোন।
HD 450BT -
HD 450BT হেডফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেসন এবং সলিড বেস পারফর্মেন্স টেকনোলজি। এই হেডফোন একবার চার্জ দিলে একটানা প্রায় ৩০ ঘণ্টা ধরে চলবে। HD 450BT পাওয়া যাচ্ছে প্রায় ১৪,৯৯০ টাকায়। HD 450BT হেডফোন ক্রয় করলে এর সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে প্রায় ৫,৪৯০ টাকার HD 250BT হেডফোন।
IE300 -
IE300 ইয়ারফোনে রয়েছে হাই-ফিডেলিটি ইয়ার টেকনোলজি এবং অডিওফাইল গ্রেড পারফর্মেন্স। এছাড়াও এই IE300 ইয়ারফোনে রয়েছে এক্সট্রা ওয়াইড ব্যান্ড ৭এমএম ট্রান্সডিউসার। IE300 ইয়ারফোন পাওয়া যাচ্ছে প্রায় ২৯,৯৯০ টাকায়। IE300 ইয়ারফোন ক্রয় করলে এর সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে প্রায় ৫,৪৯০ টাকার HD 250BT হেডফোন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।