Satellite Internet: কবে থেকে ভারতে শুরু হতে চলেছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা? মাসে ডেটা প্ল্যানে কত খরচ?

Last Updated:

Satellite Internet: স্যাটেলাইট ইন্টারনেটের পরিষেবা পাওয়ার জন্য ইতিমধ্যেই অপেক্ষায় রয়েছেন টেকপ্রেমীদের একটি বড় অংশ। দেশে কীরকম দামে ইন্টারনেট বিক্রি করতে পারে সংস্থাটি? দেখে নিন।

 কবে থেকে ভারতে শুরু হতে চলেছে স্যাটেলাইট ইন্টারনেট
কবে থেকে ভারতে শুরু হতে চলেছে স্যাটেলাইট ইন্টারনেট
নয়াদিল্লি: সঞ্চার মিত্র যোজনা চালু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টেলিকম সেক্টর এবং নাগরিকদের মধ্যে থাকা সম্পর্ক আরও শক্তিশালী করাই হল এই যোজনার মূল লক্ষ্য। লঞ্চের সেই অনুষ্ঠানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, ভারতে কবে থেকে চালু করা হবে স্যাটেলাইট কমিউনিকেশন পরিষেবা? জবাবে সিন্ধিয়া বলেন যে, লাইসেন্স এবং স্পেকট্রাম অ্যালোকেশন পাওয়ার পরে কোম্পানিগুলি কীভাবে পরিকল্পনা করছে, তার উপর এই বিষয়টা নির্ভর করবে। স্পষ্ট করে তিনি বলেন, ‘যে কোম্পানিগুলি প্রয়োজনীয় শর্ত পূরণ করবে, তাদের লাইসেন্স দেওয়া সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন যে, ইতিমধ্যেই দুটি কোম্পানি এই শর্তগুলি পূরণ করেছে। আর খুব শীঘ্রই তৃতীয় সংস্থাটি এই শর্ত পূরণ করতে চলেছে’।
আসলে সরকারের প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করেছেন সিন্ধিয়া। আর বলেন যে, শুধুমাত্র শর্ত পূরণকারী সংস্থাগুলিকেই লাইসেন্স দেওয়া হবে। তিনি আরও বলেন যে, স্পেকট্রামের অ্যালোকেশন TRAI দ্বারা প্রতিষ্ঠিত রেগুলেটরি ফ্রেমওয়ার্কের উপর নির্ভর করবে। জোর দিয়ে তিনি আরও জানান যে, এই সমস্ত অ্যালোকেশনের পরে কোম্পানিগুলিকে নিজেদের পরিকল্পনা তৈরি করে নিতে হবে।
advertisement
advertisement
India Mobile Congress 2025 থিম লঞ্চ:
India Mobile Congress 2025-এর আসন্ন নবম সংস্করণের থিম ঘোষণা করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এবারের থিম Innovate to Transform। তিনি জানান যে, ভারত প্রযুক্তিগত অগ্রগতির নকশা, সমাধান এবং সম্প্রসারণের কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে।
আগামী ৮ থেকে ১১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে India Mobile Congress 2025। এখানে প্রায় দেড় লক্ষ দর্শনার্থী আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রায় ১৫০টিরও বেশি দেশ থেকে ৪০০ প্রদর্শনকারী এবং তাদের পার্টনাররা যোগ দেবেন। সেই সঙ্গে উপস্থিত থাকবেন সাত হাজারেরও বেশি বিশ্বপ্রতিনিধি।
advertisement
আরও পড়ুন: ‘আমায় সময় দাও, না হলে তোমার অবৈধ সম্পর্ক ফাঁস করে দেব’, হুমকির মুখে ইঞ্জিনিয়ার; ছড়াচ্ছে উদ্বেগ!
এই অনুষ্ঠানটির আয়োজন করছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস এবং দ্য সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এখানে থাকতে চলেছে ফ্ল্যাগশিপ স্টার্টআপ প্রোগ্রাম ASPIRE। এর লক্ষ্য হল- ৩০০ বিনিয়োগকারী, ইনকিউবেটর, অ্যাক্সিলেটর এবং ভিসি-র সাহায্যে ৫০০টিরও বেশি স্টার্টআপের সঙ্গে সংযোগ গড়ে তোলা। এই প্রোগ্রাম মেন্টরশিপ, লাইভ পিচিং সেশন এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করবে। এর পাশাপাশি এশিয়ার সবথেকে বড় ডিজিটাল টেকনোলজি ফোরাম হিসেবে স্বীকৃত IMC-তে ১০০টিরও বেশি সম্মেলন অধিবেশনে ৮০০ জনেরও বেশি বক্তা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Satellite Internet: কবে থেকে ভারতে শুরু হতে চলেছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা? মাসে ডেটা প্ল্যানে কত খরচ?
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement