Tech News: Samsung Galaxy S25 Plus না কি OnePlus 13? না কি iPhone 16 Plus? কোনটা কেনা উচিত?

Last Updated:

Tech News: যাঁরা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাইছেন, অথচ বাজেটের নিরিখে ১ লক্ষ টাকার উপরে উঠতে চাইছেন না, তাঁদের জন্য ভাল বিকল্প হতে পারে Galaxy S25 Plus, OnePlus 13 এবং iPhone 16 Plus। যদিও এই তিন বিকল্পের মধ্যে থেকে যে কোনও একটিকে বেছে নেওয়া খুবই কঠিন কাজ কিন্তু! কারণ ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন পছন্দের উপর ভিত্তি করেই রয়েছে এই ফোনগুলি।

News18
News18
যাঁরা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাইছেন, অথচ বাজেটের নিরিখে ১ লক্ষ টাকার উপরে উঠতে চাইছেন না, তাঁদের জন্য ভাল বিকল্প হতে পারে Galaxy S25 Plus, OnePlus 13 এবং iPhone 16 Plus। যদিও এই তিন বিকল্পের মধ্যে থেকে যে কোনও একটিকে বেছে নেওয়া খুবই কঠিন কাজ কিন্তু! কারণ ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন পছন্দের উপর ভিত্তি করেই রয়েছে এই ফোনগুলি। দেখে নেওয়া যাক, কোন ফ্ল্যাগশিপ ফোন কাদের জন্য সেরা।
আলাদা আলাদা স্ক্রিন:
OnePlus 13-এর রয়েছে একটু বড় এবং ভাল স্ক্রিন। এতে দেওয়া হয়েছে ৬.৮২ ইঞ্চির 2K 120Hz LTPO স্ক্রিন। সঙ্গে রয়েছে কোয়াড-কার্ভড গ্লাস প্রোটেকশনও।
advertisement
Galaxy S25 Plus-এ রয়েছে 2K রেজোলিউশন ১২০ হার্ৎজের ডিসপ্লে। এই স্ক্রিন একটু ছোট অর্থাৎ ৬.৭ ইঞ্চি।
আবার iPhone 16 Plus-এর রয়েছে ৬.৭ ইঞ্চি স্ক্রিন। যার FHD+ রেজোলিউশন কম এবং রয়েছে ৬০ হার্ৎজ রিফ্রেশ রেট।
advertisement
ফলে বোঝাই যাচ্ছে যে, স্ক্রিনের দিক থেকে একটু পিছিয়ে থাকবে iPhone 16 Plus।
ডিজাইন:
OnePlus 13, Galaxy S25 Plus এবং iPhone 16 Plus-এ রয়েছে প্রিমিয়াম গ্লাস মেটাল স্যান্ডউইচ ডিজাইন। Galaxy S25 Plus এবং iPhone 16 Plus-এ রয়েছে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্সের বিরুদ্ধে রয়েছে IP68 রেটিং। তবে OnePlus 13-য় রয়েছে IP69 রেটিং। এছাড়া iPhone 16 Plus-এ রয়েছে অতিরিক্ত এক জোড়া বাটন – একটি অ্যাকশন কন্ট্রোল বাটন এবং একটি ক্যামেরা কন্ট্রোল বাটন। তবে তিনটি ডিভাইসেই রয়েছে প্রিমিয়াম এবং বলিষ্ঠ ডিজাইন।
advertisement
ক্যামেরা:
OnePlus 13-র রয়েছে ট্রিপল ক্যামেরা সেট-আপ। রয়েছে হাই-রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফটো লেন্স। Galaxy S25 Plus-এ রয়েছে ট্রিপল ক্যামেরা সেট-আপ। সেখানে iPhone 16 Plus-এর রয়েছে ড্যুয়াল ক্যামেরা সেট-আপ।
OnePlus 13 এবং Galaxy S25 Plus 8K পর্যন্ত রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে পারে। iPhone 16 Plus-এর 4K 60fps আউটপুট দুর্দান্ত রঙ, স্টেবিলিটির মতো সুবিধা দিতে পারে। তবে যাঁরা পোর্ট্রেট ছবি তুলতে ভালবাসেন, তাঁদের জন্য ভাল হবে OnePlus 13। কারণ এর রয়েছে একটি AI Zoom ফিচার।
advertisement
পারফরম্যান্স:
A18 পাওয়ার্ড iPhone 16 Plus স্মার্টফোনের দুনিয়ায় যেন সবথেকে শক্তিশালী স্মার্টফোন হয়ে উঠেছে। Snapdragon 8 Elite পাওয়ার্ড OnePlus 13 এবং Galaxy S25 Plus-ও পিছিয়ে নেই। দুই ফোনই CPU, GPU এবং NPU পারফরম্যান্স দিতে পারে। OnePlus 13-য় রয়েছে OxygenOS 15 এবং Galaxy S25 Plus-এ রয়েছে OneUI 7।
সবথেকে এগিয়ে কে?
advertisement
সব দিক থেকে দেখতে গেলে সাশ্রয়ী হিসেবে এগিয়ে থাকবে OnePlus 13। এর দাম শুরু হচ্ছে ৬৯৯৯৯ টাকা থেকে। সেখানে iPhone 16 Plus-এর দাম ৭৯৯০০ টাকা। আর এর মধ্যে সবথেকে দামী হল Galaxy S25 Plus। এর বেস মডেলের দামই ৯৯৯৯৯ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tech News: Samsung Galaxy S25 Plus না কি OnePlus 13? না কি iPhone 16 Plus? কোনটা কেনা উচিত?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement