Samsung Galaxy S24 সিরিজের ফোন কেমন? দাম কত? দেখে নিন
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Samsung Galaxy S24 সিরিজে তিনটি ফোন লঞ্চ করা হতে পারে - Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra।
কলকাতা: জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে প্রস্তুত। অনলাইনে ইতিমধ্যেই একটি খবর লিকড হয়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। লিকড হওয়া খবর অনুযায়ী দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে Samsung Galaxy S24 স্মার্টফোন।
অনলাইনে লিকড হওয়া খবর অনুযায়ী Samsung আগামী ২০২৪ সালের ১৭ জানুয়ারি সান ফ্রান্সিসকোতে লঞ্চ করতে পারে Samsung Galaxy S24 সিরিজের স্মার্টফোন। জানা গিয়েছে যে, Samsung Galaxy S24 সিরিজে তিনটি ফোন লঞ্চ করা হতে পারে – Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra।
Samsung Galaxy S24 স্মার্টফোন লঞ্চের তারিখ –
advertisement
advertisement
ইতিমধ্যেই একটি নতুন প্রতিবেদন অনলাইনে প্রকাশিত হয়েছে, যা Samsung Galaxy S24 স্মার্টফোনের সম্ভাব্য প্রি-বুকিং এবং বিক্রয়ের তারিখ উল্লেখ করেছে। কোরিয়ান প্রকাশনা দ্য ইলেক অনুসারে Samsung Galaxy S24 স্মার্টফোন আগামী ১৭ জানুয়ারি লঞ্চ করা হতে পারে এবং ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে এর বিক্রি শুরু করা হতে পারে।
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনাল হারের পর কুলদীপ যাদবের বাড়িতে পুলিশ! কারণটা কী
লিকড হওয়া খবর অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি থেকে খোলা বাজারে এই ফোনের খুচরা বিক্রি শুরু করা হতে পারে। কিন্তু, Samsung কোম্পানির তরফে এখনও অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানানো হয়নি। সুতরাং Samsung Galaxy S24 স্মার্টফোনের লঞ্চের সঠিক তারিখ জানতে এখনও অপেক্ষা করতে হবে।
advertisement
Samsung Galaxy S24 ফোনের সম্ভাব্য ফিচার –
Samsung Galaxy S24 সিরিজের স্মার্টফোন একটি উচ্চ-প্রত্যাশিত ডিভাইস হতে চলেছে। মনে করা হচ্ছে Samsung Galaxy S24 ফোনে ব্যবহার করা হতে পারে আকর্ষণীয় ৬.৮-ইঞ্চির QHD+ ডায়নামিক AMOLED LTPO ডিসপ্লে, যা একটি ১২০Hz রিফ্রেশ রেট যুক্ত।
লিকড হওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, Samsung Galaxy S24 সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে টেকসই টাইটানিয়াম ফ্রেম। যদিও Galaxy S23 Ultra ফোনে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম।
advertisement
পারফরম্যান্সের দিক থেকেও Samsung Galaxy S24 সিরিজের ফোন আকর্ষণীয় হবে বলে আশা করা হচ্ছে। কারণ এই ফোনে ব্যবহার করা হতে পারে Qualcomm Snapdragon ৮ Gen ৩৷ লিকড হওয়া খবর অনুযায়ী এই ফোনে ব্যবহার করা হতে পারে একটি ২০০ MP সেন্সর।
আরও পড়ুন- নতুন ইতিহাস লিখতে পারলেন না,দেশের মাটিতে শেষ বিশ্বকাপ খেলে ফেললেন এই ৫ ক্রিকেটার
view commentsএর সঙ্গে থাকতে পারে একটি ১২MP সেন্সর, একটি ৫০MP সেন্সর, একটি ১০MP সেন্সর এবং একটি ১২MP সেলফি ক্যামেরা। এই ফোনে ব্যবহার করা হতে পারে One UI ৬ সহ Android ১৪। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হতে পারে শক্তিশালী ৫০০০mAh ব্যাটারি, যা ৪৫W চার্জিং সমর্থন যুক্ত।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 6:45 PM IST