নতুন ইতিহাস লিখতে পারলেন না, দেশের মাটিতে শেষ বিশ্বকাপ খেলে ফেললেন রোহিত-সহ এই ৫ ক্রিকেটার

Last Updated:
শুধু রোহিত কেন, ভারতীয় টিমে এমন পাঁচ ক্রিকেটার রয়েছেন, যাঁরা দেশের মাটিতে শেষ বিশ্বকাপ খেলে ফেললেন।
1/7
আইসিসি টুর্নামেন্ট যেন ভারতের গলার কাঁটা। সে বিশ্বকাপ হোক বা কোনও সিরিজ। কাপ অধরাই থাকে। এবারও মঞ্চ প্রস্তুত ছিল। ছিল ২০০৩-এর ‘বদলা’ নেওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু কাপ আর ঠোঁটের দূরত্বটুকু ঘুচল না। নাকের ডগা দিয়ে বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে গেল অস্ট্রেলিয়া।Photo: AP
আইসিসি টুর্নামেন্ট যেন ভারতের গলার কাঁটা। সে বিশ্বকাপ হোক বা কোনও সিরিজ। কাপ অধরাই থাকে। এবারও মঞ্চ প্রস্তুত ছিল। ছিল ২০০৩-এর ‘বদলা’ নেওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু কাপ আর ঠোঁটের দূরত্বটুকু ঘুচল না। নাকের ডগা দিয়ে বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে গেল অস্ট্রেলিয়া।Photo: AP
advertisement
2/7
লিগে টানা ১০ ম্যাচে জয়। তারপর ফাইনালে এমন পারফরম্যান্স। অনেকে বলছেন, বিরাট-রোহিতদের অবস্থা অনেকটা সারা বছর পড়েও অ্যানুয়াল পরীক্ষায় ফেল করা পড়ুয়ার মতো। Photo: AP
লিগে টানা ১০ ম্যাচে জয়। তারপর ফাইনালে এমন পারফরম্যান্স। অনেকে বলছেন, বিরাট-রোহিতদের অবস্থা অনেকটা সারা বছর পড়েও অ্যানুয়াল পরীক্ষায় ফেল করা পড়ুয়ার মতো। Photo: AP
advertisement
3/7
তর্ক-বিতর্ক, কাটাছেঁড়া চলছে। এসবের মধ্যে উঠে আসছে আরও একটা প্রসঙ্গ। সেটা কী?ভারতের মাটিতে শেষ বিশ্বকাপ খেলে ফেলেন রোহিত শর্মা। এই পরিবেশে, দেশের মানুষের সামনে তিনি আর কাপযুদ্ধে অংশ নিতে পারবেন না। অন্তত ক্রিকেট বিশেষজ্ঞদের মত তেমনটাই। ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্বকাপে তিনি আর খেলার সুযোগ পাবেন না। Photo: AP
তর্ক-বিতর্ক, কাটাছেঁড়া চলছে। এসবের মধ্যে উঠে আসছে আরও একটা প্রসঙ্গ। সেটা কী?ভারতের মাটিতে শেষ বিশ্বকাপ খেলে ফেলেন রোহিত শর্মা। এই পরিবেশে, দেশের মানুষের সামনে তিনি আর কাপযুদ্ধে অংশ নিতে পারবেন না। অন্তত ক্রিকেট বিশেষজ্ঞদের মত তেমনটাই। ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্বকাপে তিনি আর খেলার সুযোগ পাবেন না। Photo: AP
advertisement
4/7
শুধু রোহিত কেন, ভারতীয় টিমে এমন পাঁচ ক্রিকেটার রয়েছেন, যাঁরা দেশের মাটিতে শেষ বিশ্বকাপ খেলে ফেললেন।বিশ্বকাপ হেরে বিদায় ৫ কিংবদন্তির: টিম ইন্ডিয়ার ৫ ক্রিকেটারের দেশের মাটিতে এটাই ছিল শেষ বিশ্বকাপ। তাঁরা কারা? অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি এবং সূর্যকুমার যাদব। Photo: AP
শুধু রোহিত কেন, ভারতীয় টিমে এমন পাঁচ ক্রিকেটার রয়েছেন, যাঁরা দেশের মাটিতে শেষ বিশ্বকাপ খেলে ফেললেন।বিশ্বকাপ হেরে বিদায় ৫ কিংবদন্তির: টিম ইন্ডিয়ার ৫ ক্রিকেটারের দেশের মাটিতে এটাই ছিল শেষ বিশ্বকাপ। তাঁরা কারা? অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি এবং সূর্যকুমার যাদব। Photo: AP
advertisement
5/7
বর্তমানে এঁদের যা বয়স, পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত কোনও রকমে টেনে দিলেও তার পরের বিশ্বকাপ অর্থাৎ ২০৩১-এর টুর্নামেন্টে তাঁদের আর কোনও সুযোগই নেই। কারণ একটাই, সেটা হল বয়স। Photo: AP
বর্তমানে এঁদের যা বয়স, পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত কোনও রকমে টেনে দিলেও তার পরের বিশ্বকাপ অর্থাৎ ২০৩১-এর টুর্নামেন্টে তাঁদের আর কোনও সুযোগই নেই। কারণ একটাই, সেটা হল বয়স। Photo: AP
advertisement
6/7
ভারতীয় দর্শকদের সামনে আর সুযোগ মিলবে না: টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার এখন বয়স ৩৬ বছর। ৮ বছর পর ২০৩১-এ ভারত-বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে। সেই সময় রোহিতের বয়স হবে ৪৪ বছর। ৫০ ওভারের ওয়ান ডে খেলা তাঁর পক্ষে অসম্ভব। বিরাট কোহলি এই মাসেই ৩৫ পূর্ণ করলেন। Photo: AP
ভারতীয় দর্শকদের সামনে আর সুযোগ মিলবে না: টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার এখন বয়স ৩৬ বছর। ৮ বছর পর ২০৩১-এ ভারত-বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে। সেই সময় রোহিতের বয়স হবে ৪৪ বছর। ৫০ ওভারের ওয়ান ডে খেলা তাঁর পক্ষে অসম্ভব। বিরাট কোহলি এই মাসেই ৩৫ পূর্ণ করলেন। Photo: AP
advertisement
7/7
ভারতে আয়োজিত বিশ্বকাপে তাঁর পক্ষেও খেলাও সম্ভব নয়। মহম্মদ শামি এবং সূর্যকুমার যাদবের বয়স ৩৩ বছর। রবীন্দ্র জাদেজার ৩৪ বছর। ২০৩১-এ তাঁরাও ৪০-এর গণ্ডি টপকে যাবেন। বোঝাই যাচ্ছে, ভারতে আয়োজিত বিশ্বকাপে তাঁদের খেলাও কঠিন। Photo: AP
ভারতে আয়োজিত বিশ্বকাপে তাঁর পক্ষেও খেলাও সম্ভব নয়। মহম্মদ শামি এবং সূর্যকুমার যাদবের বয়স ৩৩ বছর। রবীন্দ্র জাদেজার ৩৪ বছর। ২০৩১-এ তাঁরাও ৪০-এর গণ্ডি টপকে যাবেন। বোঝাই যাচ্ছে, ভারতে আয়োজিত বিশ্বকাপে তাঁদের খেলাও কঠিন। Photo: AP
advertisement
advertisement
advertisement