Police Sent To Kuldeep Yadav House: বিশ্বকাপ ফাইনাল হারের পর কুলদীপ যাদবের বাড়িতে পুলিশ! কারণটা কী

Last Updated:

Why did police have to be sent to Kuldeep Yadav house: বিশ্বকাপের ফাইনাল হেরে যাওয়ার পর ভারতীয় বোলার কুলদীপ যাদবের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে কুলদীপের বাড়িতে পুলিশ পাঠানো হয়।

বিশ্বকাপ ফাইনাল হারের পর কুলদীপ যাদবের বাড়িতে পুলিশ!
বিশ্বকাপ ফাইনাল হারের পর কুলদীপ যাদবের বাড়িতে পুলিশ!
কানপুর: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তীরে এসে ডুবেছে ভারতীয় দলের তরী। রোহিত শর্মা-বিরাট কোহলিদের পাশাপাশি স্বপ্নভঙ্গ হয়েছে দেশবাসীর। ফাইনাল শেষে ধীরে ধীরে বাড়ি ফিরছেন ভারতীয় প্লেয়াররা। তবে এইভাবে হার মেনে নিতে পারেনি অনেক ফ্যানেরা। ক্ষুব্ধ হয়ে উঠছেন তারা। যার ফলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিশ্বকাপের ফাইনাল হেরে যাওয়ার পর ভারতীয় বোলার কুলদীপ যাদবের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে কুলদীপের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কানপুরের ডিফেন্স কলোনিতে কুলদীপ যাদবের বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
advertisement
কানপুর পুলিশ জানিয়েছে, কুলদীপ যাদবের পরিবারের কাছ থেকে নিরাপত্তার কোনও দাবি করা হয়নি, তবে পুলিশ তাদের পক্ষ থেকে সতর্ক রয়েছে এবং কঠোর নজরদারি করা হচ্ছে। ইন্সপেক্টর অরবিন্দ সিসোদিয়া জানিয়েছেন,”সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুলদীপ যাদবের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও ধরনের বিক্ষোভ বা হট্টগোলের হয়নি, তবে আমরা আমাদের পক্ষ থেকে পুরোপুরি সজাগ রয়েছি।”
advertisement
advertisement
প্রসঙ্গত, এবার বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত। কেএল রাহুল ৬৬, বিরাট কোহলি করেন ৫৪ ও রোহিত শর্মা ৪৭ রান করেন। রান তাড়া করতে নেমে ট্রেভিস হেডের শতরান ও মার্নাস লাবুশানের অর্ধশতরানে ভর করে সহজ জয় পেল ব্যাগি গ্রিনরা। ১৩৭ রান করেন হেড ও ৫৮ করেন লাবুশানে। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে গিয়েছে অস্ট্রেলিয়া।
বাংলা খবর/ খবর/খেলা/
Police Sent To Kuldeep Yadav House: বিশ্বকাপ ফাইনাল হারের পর কুলদীপ যাদবের বাড়িতে পুলিশ! কারণটা কী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement