১০ হাজার টাকা ডাউনপেমেন্ট, Royal Enfield Bullet 350 নিলে ইএমআই কত পড়বে?

Last Updated:

Royal Enfield 350 EMI- অতিরিক্ত দামের কারণে সাধ থাকলেও সাধ্য হয় না। ফলে অনেকের এই বাইক কেনার স্বপ্ন অধরাই রয়ে যায়। কিন্তু এবার আর যুব সম্প্রদায়ের সেই স্বপ্ন অধরা থাকবে না।

News18
News18
কলকাতা: আজকাল দেশের যুব সম্প্রদায়ের মধ্যে Royal Enfield Bullet 350 কেনার উন্মাদনা থাকে তুঙ্গে। এই বাইক কেনার জন্য রীতিমতো স্বপ্ন দেখেন তাঁরা। কিন্তু অতিরিক্ত দামের কারণে সাধ থাকলেও সাধ্য হয় না। ফলে অনেকের এই বাইক কেনার স্বপ্ন অধরাই রয়ে যায়। কিন্তু এবার আর যুব সম্প্রদায়ের সেই স্বপ্ন অধরা থাকবে না। কারণ পকেটে মাত্র ১০ হাজার টাকা থাকলেই কেল্লা ফতে!
কারণ এই পরিমাণ টাকা দিয়েই বাড়িতে আনা যেতে পারে Royal Enfield Bullet 350। আসলে এই বাইকের দুর্দান্ত লুকের জন্যই যুব সম্প্রদায় একপ্রকার এর প্রতি পাগল! রাজপথে যখন এই বাইক ছোটে, তখন সকলেই সেদিকে তাকিয়ে তাকিয়ে দেখেন। তবে Royal Enfield Bullet 350 বাইকের দাম ২ লক্ষ টাকারও বেশি। তবে এই বাইক কেনার আগে এর সম্পূর্ণ লোনের প্রক্রিয়া মাথায় রাখতে হবে। এবার সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
দিল্লিতে Royal Enfield Bullet 350-র বেস মডেলের অন-রোড প্রাইস প্রায় ২ লক্ষ টাকা। দেশের অন্যান্য শহরেও এই একই দামে পাওয়া যায় এই Royal Enfield Bullet 350 বাইকটি। যদি কেউ মাত্র ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়ি বুক করেন, তাহলে হিসেব অনুযায়ী তাঁকে ব্যাঙ্ক থেকে বাকি ১ লক্ষ ৯০ হাজার টাকা ঋণ বা লোন হিসেবে নিতে হবে। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা আবশ্যক যে, গ্রাহকের ক্রেডিট স্কোরের উপরেই নির্ভর করে লোনের পরিমাণ। তাই নিজেদের ক্রেডিট স্কোর সব সময় ভাল রাখা উচিত। আর লোন বা ঋণে বারবার জিনিস কেনার ক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রাখা আবশ্যক।
advertisement
বলে রাখা ভাল যে, Royal Enfield Bullet 350 বাইকের উপর ১০ শতাংশ সুদের হারে লোন দেয় ব্যাঙ্ক। যদি ২ বছরের জন্য লোন নেওয়া হয়, তাহলে প্রতি মাসে তাঁকে ব্যাঙ্কে জমা করতে হবে ৯৫০০ টাকা। তবে আবার যদি ৩ বছর মেয়াদের জন্য লোন নেওয়া হয়, তাহলে গ্রাহককে প্রতি মাসে ১০ শতাংশ সুদের হার অনুযায়ী ৬৯০০ টাকার ইএমআই জমা করতে হবে। এই পরিস্থিতিতে ধরা যাক, কারও বেতন ৩০ হাজার টাকা। তাহলে খুব সহজেই তিনি লোনে এই বাইক কিনে ফেলতে পারবেন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
১০ হাজার টাকা ডাউনপেমেন্ট, Royal Enfield Bullet 350 নিলে ইএমআই কত পড়বে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement