ফুটবল খেলছে রোবট! ধাক্কাধাক্কি, দৌড়দৌড়িও চলছে! অনুষ্ঠিত হল হিউম্যানয়েড রোবটদের ‘অলিম্পিক্স’
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
First World Humanoid Robot Games : আসলে গত ১৫ থেকে ১৭ অগাস্ট ২০২৫ তারিখে বেজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে রীতিমতো জাঁকজমক করে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের প্রথম World Humanoid Robot Games।
নয়াদিল্লি : গত সপ্তাহে তিন সপ্তাহব্যাপী একটি অনুষ্ঠান চালু হল চিনে। আর এই অনুষ্ঠানটি যেন হয়ে উঠল অলিম্পিক্স এবং একটি বিজ্ঞান মেলার মেলবন্ধন! তবে এক্ষেত্রে যে অ্যাথলিট বা ক্রীড়াবিদরা অংশগ্রহণ করল, তারা আসলে ছিল রোবট। আসলে গত ১৫ থেকে ১৭ অগাস্ট ২০২৫ তারিখে বেজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে রীতিমতো জাঁকজমক করে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের প্রথম World Humanoid Robot Games।
মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের আধুনিকতা প্রদর্শন করার জন্য ১৬টি দেশ থেকে ২৮০টি দল এতে অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় দেখা গিয়েছে যে, ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং টেবিল টেনিসের মতো ঐতিহ্যবাহী স্পোর্টসে অংশগ্রহণ করেছে রোবটরা। সেই সঙ্গে তারা রিয়েল-ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত কাজগুলিও অনায়াসে করে দেখিয়েছে এই প্রতিযোগিতায়।
advertisement
মধ্যে অন্যতম হল – ওষুধ বাছাই ও বিভিন্ন জিনিসের হ্যান্ডেলিং থেকে শুরু করে ক্লিনিং সার্ভিস। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল এবং চিনের মতো দেশগুলি থেকে আসা টিম, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা ১৯২টি গ্রুপ এবং চিনা রোবোটিক্স ফার্ম Unitree এবং Fourier Intelligence-এর মতো ৮৮টি বেসরকারি সংস্থা এখানে সামিল হয়েছিল। স্থানীয় প্রস্তুতকারী Booster Robotics-এর দ্বারা তৈরি মেশিনের সঙ্গে বহু টিমই জোর টক্কর নিয়েছে।
advertisement
advertisement
দর্শকরা প্রচুর রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী রয়েছেন। ফুটবল ম্যাচে তো রোবটদের জোর টক্কর দিতে দেখা গেল। আবার কখনও কখনও একে অপরের উপর পড়ে যেতেও দেখা গেল। একটা ম্যাচে তো রোবটদের মধ্যে ধাক্কাধাক্কি হয়ে পড়ে যেতেই দেখা গেল। আর দৌড় বা রেসের ক্ষেত্রে একই রকম শোরগোল চলে পড়ল। ১৫০০ মিটার স্প্রিন্টে ফুল স্পিডে থাকা একটি রোবটকে আচমকাই পড়ে যেতে দেখা গেল। সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে হইহই পড়ে যেতে দেখা যায়।
advertisement
আরও পড়ুন- EV Scooter-এর রেঞ্জ নিয়ে দুশ্চিন্তায়? চিন্তা নেই, সিঙ্গেল চার্জেই বাড়বে রেঞ্জ, জেনে নিন
ওই ইভেন্টের টিকিটের দাম ছিল ১২৮ ইউয়ান থেকে ৫৮০ ইউয়ানের মধ্যে। অর্থাৎ ১৭.৮৩ ডলার থেকে ৮০.৭৭ ডলার। হোঁচট খেয়ে উল্টে পড়ে যাওয়া এবং ধাক্কাধাক্কি কিন্তু দর্শকদের উদ্যমকে দমিয়ে রাখতে পারেনি। রোবটেরা যখন মানুষের সাহায্য ছাড়াই উঠে দাঁড়াতে সক্ষম হচ্ছিল, তখন চারিদিক ফেটে পড়েছিল হাততালিতে।
advertisement
অংশগ্রহণকারীদের জন্য অবশ্য গেমগুলি প্রতিযোগিতার মতোই গবেষণার বিষয় ছিল। জার্মানির Leipzig University of Applied Sciences-এর HTWK Robots ফুটবল টিমের এক সদস্য ম্যাক্স পল্টার বলেন যে, আমরা এখানে খেলতে আর জিততে এসেছি। কিন্তু আমরা গবেষণাতেও বেশ উৎসাহী। আসলে আমরা যদি নতুন কিছু ট্রাই করি এবং সেটা কাজ না করে, তাহলে কিন্তু খেলায় আমরা হেরে যাব। সেটা দুঃখজনক। কিন্তু বিকল পণ্যে প্রচুর অর্থ বিনিয়োগ করার তুলনায় এটি ভাল।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 6:58 PM IST