মাত্র ৯৯৯ টাকা দিলেই বাড়িতে ঝকঝকে স্কুটার! শুরু হয়ে গেল প্রি-বুকিং

Last Updated:

Rizta Electric Scooter: Ather Energy জানিয়েছে Rizta Electric Scooter-এ ‘অ্যান্টি স্কিড ফিচার’ থাকছে। এটা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএসের মতোই। তবে এখনও বৈদ্যুতিক স্কুটারের প্রযুক্তিগত খুঁটিনাটি সামনে আনেনি কোম্পানি।

কলকাতা: ৬ এপ্রিল বাজারে আসছে Ather Energy-র ফ্যামিলি স্কুটার। এর নাম দেওয়া হয়েছে Rizta। বৈদ্যুতিক এই স্কুটারের প্রি-বুকিং শুরু হল। মাত্র ৯৯৯ টাকা দিয়ে Ather Energy-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Rizta Electric Scooter বুক করতে পারবেন গ্রাহক।
Ather Energy-র ফ্যামিলি স্কুটারের বেশ কিছু ফিচার সামনে এসেছে। ডিজাইন আগের তুলনায় আরও আকর্ষণীয়। বড় এবং সমতল সিট সঙ্গে সমতল ফ্লোরবোর্ড দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এর সঙ্গে থাকছে এলইডি লাইট, অ্যালয় হুইল এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক। টাচস্ক্রিন চালকের জন্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে কাজ করবে। Google Maps এবং Ather Stack-এর লেটেস্ট ভার্সনের সঙ্গে আসবে যা ব্র্যান্ডের ইউজার ইন্টারফেস হিসেবে কাজ করবে।
advertisement
advertisement
আরও পড়ুন- সলমান খানের প্রাক্তন! দুই সন্তানের বাবাকে বিয়ে, ক্রিকেটারকে ভালবেসে কেরিয়ার শেষ
Ather Energy জানিয়েছে Rizta Electric Scooter-এ ‘অ্যান্টি স্কিড ফিচার’ থাকছে। এটা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএসের মতোই। তবে এখনও বৈদ্যুতিক স্কুটারের প্রযুক্তিগত খুঁটিনাটি সামনে আনেনি কোম্পানি।
বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, Rizta Electric Scooter-এ ৪৫০ সিরিজের মতো একই ব্যাটারি এবং বৈদ্যুতিক মোটর থাকতে পারে। এছাড়া OTA আপডেটের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি স্কুটারের ওয়াটার বেডিং টেস্টের ভিডিও সামনে এনেছে Ather Energy।
advertisement
Ather Rizta দেখতে কেমন হবে? না, পুরোটাই এখনও ধোঁয়াশা। কোনও তথ্যই প্রকাশ করেনি কোম্পানি। ক্যামোফ্লেজের মতো ঢেকে রাখা হয়েছে। তবে জানা যাচ্ছে, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ওয়াইড ফ্রন্ট টায়ার এবং ওয়াইড রিয়ারভিউ মিরর থাকতে পারে।
আরও পড়ুন- আজ ‘বিরাট’ দিন! কোহলি কেন ‘কিং’, দেখল দেশ! ৭২ বলের ঝড় আইপিএলে
আগের টিজারে Rizta Electric Scooter-এর ব্যাটারির ড্রপ টেস্ট দেখানো হয়েছিল। ৪০ ফুট উচ্চতা থেকে ফেলে হয় ব্যাটারি। কিন্তু গায়ে আঁচড়ও লাগে না। বেশ কয়েকটি সেগমেন্ট-ফার্স্ট ফিচার থাকতে পারে বলে শোনা যাচ্ছে। তবে কোম্পানি এখনও বিশদে কিছুই জানায়নি।
advertisement
Ather Rizta সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে, যা ৪৫০ সিরিজের চেয়ে অনেক বড়। ফলে Rizta Electric Scooter আকারে বড় হতে পারে বলে অনুমান করা হচ্ছে। স্কুটারটিতে প্রচলিত চাবিও থাকবে। যারা IC ইঞ্জিন চালিয়ে অভ্যস্ত তাঁদের ব্যবহার করতে সুবিধা হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাত্র ৯৯৯ টাকা দিলেই বাড়িতে ঝকঝকে স্কুটার! শুরু হয়ে গেল প্রি-বুকিং
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement