5G in India: উচ্চমানের শিক্ষা অথচ সস্তা, ২০২৩ -র মধ্যে প্রতি গ্রাম-শহরে 5G পৌঁছে দেওয়ার অঙ্গীকার মুকেশ আম্বানির
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
‘‘ভারতকে দ্রুত ৪০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে এবং ২০৪৭ সালের মধ্যে মাথাপিছু আয় ২০,০০০ ডলারে যেতে সাহায্য করবে৷ তাই 5G একটি ডিজিটাল কামধেনুর মতো।’’- মুকেশ আম্বানি
#নয়াদিল্লি: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) চেয়ারম্যান মুকেশ আম্বানি ভারতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷ 5G ইন্টারনেট সারা ভারতে এবার ছড়়িয়ে যাবে৷ এই মেগা ইভেন্টে সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, '‘ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রিজ হিসেবে আমরা যা করেছি তাতে আমি খুবই গর্বিত। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস এখন এশিয়ান মোবাইল কংগ্রেস, গ্লোবাল মোবাইল কংগ্রেস হওয়া উচিত।’’ এর সঙ্গে তিনি আরও বলেন ‘‘২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিটি শহর, ছোট শহর এবং গ্রামে 5G ইন্টারনেট পৌঁছে যাবে।’’
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বলেছেন, “ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২-র ষষ্ঠ সংস্করণ আয়োজনের জন্য টেলিকম মন্ত্রক এবং সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশনকে আমার আন্তরিক অভিনন্দন। ’’
‘‘এটি অত্যন্ত বিশেষ, কারণ এটি আমাদের স্বাধীনতার অমৃত মহোৎসবের জাতীয় উদযাপনের বছরের সঙ্গে মিলে গেছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন৷ 5G যুগে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য ভারতের গৃহীত পদক্ষেপগুলি তার সেই অনুপ্রেরণার একটি বড় প্রমাণ।’’
advertisement
advertisement
WATCH | Jio to roll out 5G services in the country by December 2023: Mukesh Ambani, Chairman, Reliance Industries Ltd. @reliancejio@DoT_India pic.twitter.com/0b5MAzeUYz
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) October 1, 2022
advertisement
তিনি বলেন, '‘5G শুধুমাত্র পরবর্তী প্রজন্মের সংযোগ প্রযুক্তির চেয়ে অনেক বেশি। এটি এমন একটি ভিত্তি যা AI, IoT, রোবোটিক্স, ব্লকচেইন এবং মেটাভার্সের মতো রূপান্তরমূলক প্রযুক্তির সম্পূর্ণ সম্ভাবনাকে আনলক করতে সাহায্য করবে। 5G এবং 5G-সক্ষম ডিজিটাল উপায়গুলিকে সাধারণ ভারতীয়দের আয়ত্তের মধ্যে সাশ্রয়ী অথচ উচ্চমানের শিক্ষা এবং দক্ষতার বিকাশ ঘটাতে পারবে৷ এটি তরুণ ভারতীয়দের তাদের সম্পূর্ণ কর্মক্ষমতার সম্ভাবনা উপলব্ধি করতে সাহায্য করবে।’’
advertisement
গ্রাম থেকে গ্রামে 5G দিয়ে স্মার্ট হাসপাতাল পাওয়া যাবে
মুকেশ আম্বানি বলেন, “ গ্রামে গ্রামে যে সব হাসপাতাল পরিষেবা রয়েছে তাতে 5G প্রযুক্তি গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের স্বাস্থ্যসেবা দিয়ে সেগুলিকে স্মার্ট হাসপাতালে রূপান্তরিত করতে পারে। এটি ডিজিটাল ভারতের যে কোনও জায়গায় সেরা ডাক্তারদের পরিষেবা উপলব্ধ করবে।’’
advertisement
এর সাথে, তিনি বলেছিলেন যে '‘5G কৃষি, পরিষেবা, বাণিজ্য, শিল্প, আনুষ্ঠানিক খাত, পরিবহন এবং জ্বালানি পরিকাঠামোর ডিজিটালাইজেশন এবং স্মার্ট ডেটা ব্যবস্থাপনাকে দ্রুত কার্যকারী করে শহুরে এবং গ্রামীণ ভারতের মধ্যে ব্যবধান পূরণ করতে পারে।'’
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছেন, “এটি উন্নতি ও বৃদ্ধির পথে চালিত করবে, যা ভারতকে দ্রুত ৪০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে এবং ২০৪৭ সালের মধ্যে মাথাপিছু আয় ২০,০০০ ডলারে যেতে সাহায্য করবে৷ তাই 5G একটি ডিজিটাল কামধেনুর মতো।’’
Location :
First Published :
October 01, 2022 12:59 PM IST