City Of Jackals: শীতে শহর কাঁপাতে আসছে 'সিটি অফ জ্যাকেলস’

Last Updated:

এই বিষয়ে ছবির পরিচালক সুজিত দত্ত (রিনো) জানান, "'সিটি অফ জ্যাকেলস' (City of Jackals) আসলে একটি ক্রাইম ড্রামা। একটা টান টান থ্রিলার রয়েছে এই ছবিতে।

City of Jackals will be releasing during winter
City of Jackals will be releasing during winter
#কলকাতা: পুজোয় বক্স অফিসে মুক্তি পেয়েছে চার চারটে ছবি । আর পুজোর পর থেকে শুরু হয়ে যাচ্ছে পরবর্তী ছবিগুলি রিলিজের প্রস্তুতি। দিওয়ালি এবং শীতে বিশেষ করে বড়দিনের জন্য বক্স অফিস তৈরি থাকে নতুন নতুন ছবি  নিয়ে। এবার শীতের তালিকায় 'রয়েছে সিটি অফ জ্যাকেলস'৷
এই শীতের শুরুতে শহর কাঁপাতে আসছে 'সিটি অফ জ্যাকেলস'। এই শীতের শুরুতে শহর কাঁপাতে আসছে সুজিত দত্ত (রিনো) পরিচালিত, প্রার্থনা রিটেল প্রজেক্টস প্রাইভেট লিমিটেড ও মুভি টুভি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত, আর কে সিং ও আশীষ মেহতা পরিবেশিত ছবি 'সিটি অফ জ্যাকেলস' (City of Jackals) . দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি নভেম্বরে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অমিত সাহা, ও দেবপ্রসাদ হালদার।
advertisement
advertisement
মধ্য বয়সের দোরগোড়ায় দাঁড়ানো এক সহায় সম্বলহীন ব্যক্তির জীবনের মোড় ঘোরানো কাহিনীই এই ছবির মূল উপজীব্য। তার কোনো ঘরবাড়ি নেই, নেই কোনো আর্থিক নিশ্চয়তা।। এই ব্যক্তি হঠাৎ করেই একটা টাকার ব্যাগ পেয়ে যান।। তিনি স্বপ্ন দেখতে শুরু করেন তার ভালবাসার মানুষের সঙ্গে গ্রামে নিজের বাড়িতে থাকার।। কিন্তু টাকা আসার সঙ্গে সঙ্গে আসে নানান রকমের সমস্যা।। ভয়, বিশ্বাসঘাতকতা, সন্দেহ তাকে সব কিছু থেকে দূরে অন্ধকারের দিকে ঠেলে দেয়, কি হয় তারপর? সেই গল্পই শোনাবে সুজিত দত্তের ছবি 'সিটি অফ জ্যাকেলস' (City of Jackals)৷
advertisement
এই বিষয়ে ছবির পরিচালক সুজিত দত্ত (রিনো) জানান, "'সিটি অফ জ্যাকেলস' (City of Jackals) আসলে একটি ক্রাইম ড্রামা। একটা টান টান থ্রিলার রয়েছে এই ছবিতে। এই ছবির মধ্যে দিয়ে একজন নিতান্ত সাধারণ মানুষ, বঞ্চিত শ্রেণীর একজন মানুষের জীবনে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনাবলী তুলে ধরার চেষ্টা করেছি।। টাকা একদিকে মানুষকে যেমন স্বপ্ন দেখতে শেখায় অন্যদিকে  শুধুমাত্র টাকা যে মানুষকে অন্ধকার, অসৎ পরিস্থিতিতে দাঁড় করাতে পারে, সেই কঠিন বাস্তব দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।। এই ছবিতে টাকা অন্যতম এক কেন্দ্রীয় চরিত্র বলা যায়।। নভেম্বর মাসেই বড় পর্দায় আসছে এই ছবি।। আশা করি সকলের খুব ভালো লাগবে।।"
advertisement
 Manash Basak
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
City Of Jackals: শীতে শহর কাঁপাতে আসছে 'সিটি অফ জ্যাকেলস’
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement