জিও-র নয়া চমক, ১৫০০ টাকায় মিলবে ৪জি ফোন

Last Updated:

সস্তায় ডেটা পরিষেবার দেওয়ার পর এবার মাত্র ১৫০০ টাকায় ফোন বাজারে লঞ্চ করতে চলেছে রিল্যায়েন্স জিও ৷

#মুম্বই: সস্তায় ডেটা পরিষেবার দেওয়ার পর এবার মাত্র ১৫০০ টাকায় ফোন বাজারে লঞ্চ করতে চলেছে রিল্যায়েন্স জিও ৷ এবার গ্রাহকদের জন্য আরও বড় অফার নিয়ে এল রিল্যায়েন্স ৷ মাত্র ১,৫০০ টাকায় 4G ফিচার ফোন আনতে চলেছে  তারা ৷ সূত্রের খবর, এটাই এখন সারা বিশ্বে সবচেয়ে সস্তার ৪জি ফোন হতে চলেছে ৷ এর দাম হতে চলেছে ১,০০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে ৷
এর মূল উদ্দেশ্য হল বাজেট ফোনে VoLTE ক্যাপেবেলিটি সুবিধা দেওয়া ৷ গ্রাহকরা বিনামূল্যে এই ফোনে ভয়েস কল করতে পারবেন ৷ এছাড়াও মোবাইলফোনটিতে জিও টিভি, মাই জিও, জিও মিউজ়িক এবং  জিও সিনেমার আলাদা আলাদা পরিষেবার ব্যবস্থা থাকবে। রিপোর্টে আরও দাবি, ক্যামেরার সুবিধাও নাকি থাকবে ফোনটিতে।
এই ফোনটির উৎপাদন নিয়ে ইতিমধ্যেই চিনের একটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে রিল্যায়েন্সের ৷
advertisement
advertisement
সাধারণত ফিচার ফোনে ২জি ও ৩জি পরিষেবা পাওয়া যায় ৷ সম্প্রতি লাভা ৪জি ফিচার ফোন লঞ্চ করেছে যার মূল্য ৩,৩৩৩ টাকা ৷ এত সস্তায় ৪জি ফিচার ফোন নিয়ে এসে এবার মোবাইল বাজারেও রাজ করতে চাইছে রিল্যায়েন্স ৷
সূ্ত্রের খবর, সমস্ত মানুষকে ৪জি নেটওয়ার্কের আওতাভুক্ত করতে এই পদক্ষেপ নিয়েছে রিল্যায়েন্স ৷ সাধারণত স্মার্টফোন ছাড়া ৪জি ব্যবহার করা যায় না ৷ তাই ফিচার ফোনে ৪জি ব্যবহার করার সুবিধা নিয়ে এল আরও বহু সংখ্যক মানুষ এই পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-র নয়া চমক, ১৫০০ টাকায় মিলবে ৪জি ফোন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement