Jio-র নতুন চমক, মাত্র ৯৯৯ টাকায় বাজারে 4G ফোন আনছে রিল্যায়েন্স

Last Updated:

ফের জিও-র ধামাকা ৷ বাজারে নতুন ফোন নিয়ে আসতে চলেছে জিও ৷ সম্প্রতি এমনই একটি গুজব বাজারে ছড়িয়েছে ৷

#মুম্বই: ফের জিও-র ধামাকা ৷ বাজারে নতুন ফোন নিয়ে আসতে চলেছে জিও ৷ সম্প্রতি এমনই একটি গুজব বাজারে ছড়িয়েছে ৷ গুজব অনুযায়ী, ৪জি VoLTE সার্পোট সহ একটি ফিচার ফোন এবার লঞ্চ করতে চলেছে রিল্যায়েন্স জিও ৷ ফোনটির দাম সংক্রান্ত এখনও জানা যায়নি ৷ তবে অনুমান করা হচ্ছে ৯৯৯ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে ফোনটি লঞ্চ করবে জিও ৷ খবরটি ছড়িয়ে পড়তেই গ্রাহকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ৷ তবে খবরটির সত্যতা কতটা তা নিয়ে এখনও যতেষ্ঠ প্রশ্ন রয়ে গিয়েছে ৷
সংবাদসূত্রে খবর,  নতুন 'VoLTE' ফিচার নিয়ে রিলায়েন্স বাজারে নিয়ে আসতে পারে ১,৫০০ টাকার ফোন।  ৷ ওই হ্যান্ডসেটের সঙ্গে মিলবে ফ্রি ফোর-জি ভয়েস কল অফার। এই দামের মধ্যে অন্তত দুটি ফোন বাজারে আনবে জিও, দাবি সূত্রের।
লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে ৷ গত কয়েক মাসে ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের দুনিয়া বদলে গিয়েছে ৷ জিও-এর ফোর জি ইন্টারনেটের বিঘ্নহীন পরিষেবায় আপ্লুত গ্রাহকরা ৷ ফ্রিতে ভয়েস কল ও ৪জি ডেটার অফার নিয়ে আসার পর থেকেই মানুষের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল জিও নিয়ে ৷
advertisement
advertisement
তবে এই কোনও পরিষেবায় ফিচার ফোনে পাওয়া যাবে না ৷ এখনও ভারতে বেশিরভাগ মানুষ ফিচার ফোন ব্যবহার করে থাকেন ৷ কিন্তু জিও সিম ব্যবহার করতে গেলে স্মার্টফোন থাকা বাধ্যতামূলক ৷  তবে কম দামী ফোর-জি ফিচার ফোন বাজারে চলে এলে যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন না, তাঁরাও জিও-র ফ্রি ভয়েস কলের অফার পাবেন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio-র নতুন চমক, মাত্র ৯৯৯ টাকায় বাজারে 4G ফোন আনছে রিল্যায়েন্স
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement