ফের ধামাকা, গ্রাহকদের জন্য আরও একটি অবিশ্বাস্য অফার নিয়ে এল জিও

Last Updated:

জিও-র ফ্রি জমানা শেষ হয়ে গিয়েছে তো কী হয়েছে? সব নেটওয়ার্ককে মাত দিতে জি-র অফারগুলো একেবারেই তুরুপের তাস ৷

#মুম্বই: যেমনটি বলেছিল, তেমনটিই করছে জিও ! মাঝে মধ্যেই গ্রাহকদের চমক দিতে নিয়ে আসছে নতুন নতুন অফার ৷ জিও-র ফ্রি জমানা শেষ হয়ে গিয়েছে তো কী হয়েছে? সব নেটওয়ার্ককে মাত দিতে জি-র অফারগুলো একেবারেই তুরুপের তাস ৷ এই যেমন জিও এবার নিয়ে আসল আরও একটি নতুন অফার৷
প্রথমে সস্তায় ডেটা প্যাক নিয়ে এসে হইচই ফেলে দিয়েছিল জিও ৷ এবার ইন্টারন্যাশনাল কলের খরচও কমিয়ে দিল জিও। সংস্থার প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী, জিও গ্রাহকরা এবার থেকে ইন্টারন্যাশনাল কল করতে পারবেন মাত্র ৩ টাকা প্রতি মিনিটে ৷
এই পরিষেবার সুবিধা পেতে প্রথমে আপনাকে রিচার্জ করতে হবে ৫০১ টাকায় ৷ এই রিচার্জ করলে আমেরিকা, ব্রিটেন, কানাডা, হংকং, সিঙ্গাপুর, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, ইটালি, লুক্সেমবার্গ, পোল্যান্ড, মালটা, পর্তুগাল, পুয়ের্তো রিকো, সুইডেন, সুইৎজারল্যান্ড এবং তাইওয়ান এই দেশগুলিতে ISD কল করা যাবে মিনিটে ৩ টাকা খরচ করে ৷ অন্যদিকে,  ফ্রান্স, পাকিস্তান, ইজরায়েল, জাপান, আর্জেন্টিনা, ডেনমার্ক এবং দক্ষিণ কোরিয়ায় ফোন করার জন্য খরচ করতে হবে ৪ টাকা ৮০ পয়সা।
advertisement
advertisement
একবার রিচার্জ করলে তার বৈধতা থাকবে ২৮ দিনের জন্য ৷ মার্কেট অ্যানালিস্টদের মতে, ১৫ এপ্রিল শেষ হয়ে গিয়েছে জিও-র ফ্রি পরিষেবা ৷ এই সময় প্রতিযোগিতার বাজারে গ্রাহক ধরে রাখতে ও অন্যান্য সংস্থার থেকে এগিয়ে থেকে গ্রাহকদের ফারাক বোঝানোর জন্যেই এই স্ট্র্যাটেজি নিয়েছে জিও ।
লঞ্চ করার সময় জিও নিয়ে এক গুচ্ছ অফারের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি ৷ সঙ্গে আশ্বাসও দিয়েছিলেন যে আগামী দিনেও আরও বেশি আকর্ষণীয় অফার থাকবে গ্রাহকদের জন্যে ৷ নিজের প্রতিশ্রুতি রেখেই একের পর এক চমক নিয়ে এসেছেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফের ধামাকা, গ্রাহকদের জন্য আরও একটি অবিশ্বাস্য অফার নিয়ে এল জিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement