৪জি নিয়ে রিলায়েন্স জিও-এর নয়া ঘোষণা

Last Updated:

টেলিকম ব্যবসায় ফ্রি ডেটা ও ফ্রি কলের অফার দিয়ে বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷

#মুম্বই: টেলিকম ব্যবসায় ফ্রি ডেটা ও ফ্রি কলের অফার দিয়ে বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ বর্তমান যুগে ইন্টারনেটই এখন সব ৷ আর ল্যাপটপ-ডেস্কটপের চেয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের মাত্রা অনেকাংশেই বেড়েছে এখন ৷ রিল্যায়েন্স জিও আসার পর সেটা আরও বেড়েছে ৷ জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে রীতিমতো প্ল্যান পাল্টে ফেলতে হয় বাকি মোবাইল সংস্থাগুলিকে ৷ গ্রাহক টানতে জিও-এর সঙ্গে প্রতিযোগিতায় একের পর এক আকর্ষণীয় অফার লঞ্চ করেছে বিভিন্ন টেলিকম সংস্থা ৷
কিছুদিন আগেই টেলিকমের পর ডিজিট্যাল স্যাটেলাইট সার্ভিস নিয়ে আসার কথা ঘোষণা করে রিল্যায়েন্স জিও ৷ এবার জিও কোম্পানি সূত্রে খবর, সবচেয়ে সস্তায় ফোরজি ল্যাপটপ লঞ্চ করতে চলেছে রিলায়েন্স জিও ৷
অ্যাপেল ম্যাকবুক প্রো-এর আদলে তৈরি হতে চলেছে জিও ফোরজি ল্যাপটপ ৷ পকেটসই মূল্যে মিলবে দুর্দান্ত ফিচার সহ ল্যাপটপ ৷ অ্যাপেল ম্যাকবুকের মতোই জিও ল্যাপটপের এইচডি স্ক্রিন হবে ১৩.৩ ইঞ্চি ৷ ল্যাপটপের বডি তৈরি হবে ম্যাগনেশিয়াম অ্যালয় দিয়ে ফলে ওজনে ভীষণ হাল্কা ও সহজে বহনযোগ্য হবে জিও ল্যাপটপ ৷
advertisement
advertisement
jio 4g laptop
ল্যাপটপে থাকবে কোয়াডকোর ইনটেল প্রিমিয়াম প্রসেসর ৷ ৪জিবি RAM এবং ১২৮ জিবি SSD স্টোরেজ, LTE সাপোর্ট, মাইক্রো এসডি কার্ড লাগাবার পোর্ট, HDMI পোর্ট ৷ এছাড়া ভিডিও কলিংয়ে সুবিধার জন্য থাকবে বিশেষ HD ক্যামেরা ৷ তবে ল্যাপটপটিতে আলাদা করে কোনও কুলিং ফ্যানের ব্যবস্থা থাকবে না ৷
advertisement
সূত্রের খবর, ল্যাপটপ ডিজাইনিং ও তৈরির কাজ প্রায় শেষ ৷ শীঘ্রই বাজারে পা রাখবে রিলায়েন্স জিও 4G ল্যাপটপ ৷
টেলিকমের মতো ল্যাপটপেও রয়েছে ক্রেতাদের জন্য আকর্ষণীয় ওয়েলকাম অফার ৷ ফোরজি ল্যাপটপের সঙ্গে মিলবে আনলিমিটেড ডেটা অফার সহ রিলায়েন্স জিও সিম ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৪জি নিয়ে রিলায়েন্স জিও-এর নয়া ঘোষণা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement