জিও-র নতুন অফার, বিনামূল্যে আরও ১৮০ জিবি ডেটা

Last Updated:

এবার প্রাইম গ্রাহকদের আরও উন্নতমানের ৪জি পরিষেবা দিতে নিজেদের ট্যারিফ প্ল্যানে বদল আনল রিল্যায়েন্স জিও ৷

#মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকেই এককের পর এক আর্কষণীয় অফার নিয়ে এসে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে রিল্যায়েন্স জিও ৷ একটা অফার শেষ হতে না হতেই আরও একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা ৷ এই মুহূর্তে জিও-র গ্রাহক সংখ্যা প্রায় ৭২ মিলিয়নের কাছাকাছি ৷ তবে এখানেই থেমে থাকতে চাই না জিও ৷
এবার প্রাইম গ্রাহকদের আরও উন্নতমানের ৪জি পরিষেবা দিতে নিজেদের ট্যারিফ প্ল্যানে বদল আনল রিল্যায়েন্স জিও ৷ নতুন প্ল্যান অনুযায়ী, নন প্রাইম মেম্বররা ১৪৯ টাকার বেশি রিচার্জ প্ল্যানের সুবিধা পাবেন না ৷
সম্প্রতি নিজের ওয়েবসাইটে নতুন ট্যারিফ প্ল্যান প্রকাশ করেছে জিও ৷ পোস্টপেড গ্রাহকরা এই প্ল্যান অনুযায়ী ১৮০ জিবি ৪জি ডেটা পেয়ে যাবেন তিন মাসের জন্য ৷ ৯০ জিবিরও একটি অফার মিলছে ৷ এই সুবিধা পেতে হলে প্রথমে প্রাইম মেম্বর হতে হবে ৷ তবে কেউ যদি আগেই সামার সারপ্রাইজ অফার রিচার্জ করে থাকেন তাহলে তারা আর এই অফার পাবেন না ৷
advertisement
advertisement
৩০৯ টাকার রিচার্জে প্রথম তিন মাসে গ্রাহকরা পাবেন ৯০ জিবি ডেটা ৷ অথার্ৎ প্রত্যেক দিন মিলবে ১জিবি ডেটা ৷ তিন মাসের পর গ্রাহকরা এক মাসের জন্য পাবেন ৩০ জিবি ডেটা ৷
৫০৯ টাকার প্ল্যানে  ব্যবহারকারীরা পেয়ে যাবেন ১৮০ জিবি ডেটা ৷ প্রতিদিন তাদের লিমিট থাকবে ২ জিবি ৷ এই প্ল্যানটিও ভ্যালিড থাকবে তিনমাসের জন্য ৷  তিন মাসের পরে মাসে ৬০ জিবি ডেটা।  ৯৯৯ টাকার রিচার্জেও মিলবে ১৮০ জিবি ডেটা ৷ এ ক্ষেত্রে প্রতিদিন ডেটা ব্যবহারের কোনও লিমিট নেই। তিন মাস পরে মাসে ৬০ জিবি ডেটা এবং তখনও কোনও দৈনিক লিমিট থাকবে না।
advertisement
প্রি পেড গ্রাহকদের জন্য রয়েছে এই অফারগুলি:
১৯ টাকায় ২০০ এমবি ইন্টারনেট পরিষেবা দিচ্ছে জিও ৷ এই বৈধতা মাত্র ১ দিন ৷  নন-প্রাইম জিও গ্রাহকরা এই অফারে পাবেন ১০০ এমবি ইন্টারনেট।
৪৯ টাকার রিচার্জে ৬০০ এমবি ইন্টারনেট পরিষেবা পাবেন প্রাইম মেম্বররা ৷ নন প্রাইম মেম্বররা পাবেন ৩০০ এমবি ৷ এর বৈধতা তিন দিন ৷
advertisement
৯৬ টাকার ক্ষেত্রে মিলবে ৭ জিবি ইন্টারনেট ৷ তবে কেবল প্রাইম মেম্বররা এই পরিষেবা পাবেন ৷ প্রত্যেকদিন ১ জিবি করে ৷ এই অফারটি ৭দিনের জন্য ভ্যালিড ৷ নন প্রাইম মেম্বররা ৭ জিবির বদলে পাবেন ৬০০ এমবি ৷
১৪৯ টাকায় ২৮ দিনের জন্য প্রাইম মেম্বররা পাবেন ২জিবি ৷ নন প্রাইম মেম্বরদের ক্ষেত্রে  তা ১ জিবি ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-র নতুন অফার, বিনামূল্যে আরও ১৮০ জিবি ডেটা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement