পুণ্যার্থীদের জন্য সুখবর! চারধামে 5G সার্ভিস শুরু করল রিলায়েন্স জিও

Last Updated:

এখন সারা দেশে Jio True 5G ব্যবহারকারীরা কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধাম ভ্রমণ করার সময় Jio True 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

Jio-র True 5G পরিষেবা। ফাইল ছবি
Jio-র True 5G পরিষেবা। ফাইল ছবি
শীতের মরশুম শেষ হতেই উত্তরাখণ্ডে শুরু হয়েছে চারধাম যাত্রা। দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসছেন তীর্থ দর্শনের উদ্দেশ্যে। প্রশাসনও তৈরি। আর সেই সঙ্গে এবার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে Jio-র তরফেও। চারধাম তীর্থযাত্রীদের জন্য এবার Jio True 5G পরিষেবা চালু করেছে সংস্থাটি।
সেই কোন প্রাচীন কাল থেকে প্রতিবছর সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত চারধাম যাত্রা করেন। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী উত্তরাখণ্ডের এই বিশেষ তীর্থযাত্রায় পুণ্য লাভ হয়। কেদার, বদ্রী, যমুনোত্রী, গঙ্গোত্রীর এই যাত্রায় এবার Reliance Jio দেবে বিশেষ 5G পরিষেবা। বৃহস্পতিবারই খুলে গিয়েছে বদ্রীনাথের দরজা। সেদিনই এই বিশেষ ইন্টারনেট পরিষেবারও সূচনা করা হয়। এই সময় চারধাম যাত্রীদের দ্রুত ইন্টারনেট পরিষেবা পেতে আর কোনও অসুবিধাই হবে না।
advertisement
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
এখন সারা দেশে Jio True 5G ব্যবহারকারীরা কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধাম ভ্রমণ করার সময় Jio True 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) সভাপতি অজেন্দ্র অজয় বদ্রীনাথে নতুন পরিষেবার উদ্বোধন করেন। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেকেটিসি-র সহ-সভাপতি কিশোর পানওয়ার, সিইও যোগেন্দ্র এবং বদ্রীনাথের প্রধান পুরোহিত ঈশ্বরপ্রসাদ নাম্বুদিরি। সংবাদ সংস্থা পিটিআই থেকে এ তথ্য জানা গিয়েছে।
advertisement
advertisement
জিও-কে ধন্যবাদ জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও। বৃহস্পতিবার ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে বদ্রীনাথের দরজা। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘রাজ্যের ডিজিটাল ল্যান্ডস্কেপে এটি মোড় ঘোরানো পরিবর্তন। এই পরিবর্তনের জন্য এবং যাত্রার শুরুতেই 5G পরিষেবা শুরু করার জন্য আমি Jio-কে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এর মাধ্যমে লাখ লাখ তীর্থযাত্রী দ্রুতগতির ডেটা নেটওয়ার্কের সুবিধা গ্রহণ করতে পারবেন।’
advertisement
এর আগেই তীর্থযাত্রীদের জন্য খুলে গিয়েছিল গঙ্গোত্রী, যমুনোত্রী ও কেদারনাথের দরজা। গত ২৭ এপ্রিল ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে বদ্রীনাথের দরজাও। এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক ভক্ত আসছেন উত্তরাখণ্ডে। শীতের সময় ছ’মাস বন্ধ থাকে চারধাম যাত্রা। এখন Jio True 5G পরিষেবার সঙ্গে ব্যবহারকারীরা ১ জিবিপিএস পর্যন্ত উচ্চ গতির ডেটার ব্যবহারের সুযোগ পাবেন। যোগ্য ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পুণ্যার্থীদের জন্য সুখবর! চারধামে 5G সার্ভিস শুরু করল রিলায়েন্স জিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement