Redmi: আসছে Redmi K50i স্মার্ট ফোন! ব্যাটারি লাইফ, ফিচার ও ক্যামেরা অবাক করে দেবে!

Last Updated:

Redmi: Redmi ঘোষণা করেছে তারা ভারতে নিয়ে আসতে চলেছে K সিরিজের স্মার্টফোন। সংস্থার তরফে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে।

#নয়াদিল্লি: Redmi ঘোষণা করেছে তারা ভারতে নিয়ে আসতে চলেছে K সিরিজের স্মার্টফোন। সংস্থার তরফে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। Redmi-র তরফ থেকে করা ট্যুইটে লেখা হয়েছে ‘Redmi K is Back’ অর্থাৎ Redmi K আবার এসেছে ফিরে। জানা গিয়েছে, ভারতে লঞ্চ করা হতে চলেছে Redmi K50i স্মার্টফোন। এটি আসলে Redmi Note 11T Pro ফোনের ‘রিব্র্যান্ডেড’ ভার্সন। Redmi Note 11T Pro ফোনটি গত মে মাসে চিনে লঞ্চ করা হয়েছে। ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে এই Redmi K50i ফোন। কারণ এই ফোনটি ইতিমধ্যেই দেখা যাচ্ছে ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন’ ওয়েবসাইটে। এক নজরে দেখে নিন Redmi K50i ফোনের সম্ভাব্য ফিচার।
Redmi K50i ফোনের ফিচার -
জানা গিয়েছে যে, Redmi K50i ব্যবহার করা হতে পারে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। Redmi K50i ফোনে থাকতে পারে ১৪৪ এইচজেড রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন সাপোর্ট, ৬৫০ নিটসের পিক ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হতে পারে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8১০০ এসওসি যা 8 জিবি র্যা ম যুক্ত। এ ছাড়াও Redmi K50i-এ থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 ও ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। এছাড়াও সেলফি তোলার জন্য থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
advertisement
advertisement
এর পাশাপাশি Redmi K50i ফোনে থাকতে পারে ১২8 জিবি স্টোরেজ। Redmi K50i ব্যবহার করা হতে পারে ডলবি আটমোস (Dolby Atmos) সাপোর্ট এবং ডেডিকেটেড হেডফোন জ্যাক। টিপস্টারের রিপোর্ট অনুযায়ী, Redmi K50i ফোনে ব্যবহার করা হতে পারে ৫,০8০ এমএএইচ ব্যাটারি যা ৬৭W ফাস্ট চার্জ সাপোর্ট যুক্ত। Redmi K50i ফোনের ওজন ২০০ গ্রাম। জানা গিয়েছে, Redmi K50i ফোনের মাপ হতে পারে ১৬৩.৬×৭৪.৩×8.8 এমএম।
advertisement
মনে করা হচ্ছে Redmi K50i ফোনে যে ফিচার ব্যবহার করা হচ্ছে তা অনেকটাই Redmi Note 11T Pro ফোনের মতো। কারণ শোনা যাচ্ছে, Redmi Note 11T Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হল Redmi K50i ফোন। সুতরাং সেই ফোনে যা যা ফিচার রয়েছে তার বেশিরভাগ ফিচারই Redmi K50i ফোনে থাকতে পারে। মে মাসে চিনে লঞ্চ করা হয়েছে Redmi Note 11T Pro ফোন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Redmi: আসছে Redmi K50i স্মার্ট ফোন! ব্যাটারি লাইফ, ফিচার ও ক্যামেরা অবাক করে দেবে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement