Redmi Note 13R Pro ভারতে আসবে কোন নামে? দেখে নিন খুঁটিনাটি

Last Updated:

ভারতে Poco X6 Neo নামে লঞ্চ করা হতে পারে নতুন একটি ফোন, যা চিনে লঞ্চ করা হবে Redmi Note 13R Pro নামে।

জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড Xiaomi-র সাব-ব্র্যান্ড Redmi চিনে তাদের নোট ১৩ সিরিজের একটি নতুন ফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। Redmi-র সেই নতুন ফোনের নাম হল Redmi Note 13R Pro। লিকড হওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এই ডিভাইসটি ভারতে Poco X6 Neo নামে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ Xiaomi-র আসন্ন Redmi Note 13R Pro ভারতে Poco X6 Neo নামে লঞ্চ করা হতে পারে। যদিও এই বিষয়ে অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু, লিকড হওয়া তথ্য অনুযায়ী এই খবর সামনে এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয়ে সকল খুঁটিনাটি।
নির্ভরযোগ্য Xiaomi টিপস্টার Kacper Skrzypek এক্স হ্যান্ডেলে এই তথ্যটি প্রকাশ করেছেন। একটি স্ক্রিনশট সহ তিনি এই তথ্য সকলের সামনে এনেছেন। তাঁর পোস্ট করা স্ক্রিনশটে Poco X6 Neo monike-এর ছবি দেখা যাচ্ছে। এটি বোঝায় যে Poco X6 Neo হবে Poco-র লাইনআপের প্রথম ডিভাইস যা নিও ব্র্যান্ডিং সহ আসবে। অর্থাৎ ভারতে Poco X6 Neo নামে লঞ্চ করা হতে পারে নতুন একটি ফোন, যা চিনে লঞ্চ করা হবে Redmi Note 13R Pro নামে। পোস্ট করা সেই স্ক্রিনশটে Poco X6 Neo-ফোনের মডেল নম্বর, 2312FRAFDI হিসেবে দেখা যাচ্ছে, যেখানে ‘I’ হল ভারতীয় রূপক। এটি Redmi Note 13R Pro-র মডেল নম্বর 2311FRAFDC-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ এটি রি-ব্র্যান্ডিংকে সমর্থন করে।
advertisement
advertisement
এছাড়াও Poco X6 Neo-এর কোডনেম, ‘গোল্ড,’ Redmi Note 13 5G-এর সঙ্গে মিলে যায়, যা নির্দেশ করে যে তিনটি স্মার্টফোন একই ধরনের স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হতে পারে। Kacper আরও জোর দিয়ে জানিয়েছেন যে, Poco X6 Neo একটি ৬৪MP প্রাথমিক ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। যদিও অফিসিয়াল তরফে এই ফোনের লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তাই আগামী দিনে Poco X6 Neo ফোন সম্পর্কে আরও বিশদে জানা যেতে পারে।
advertisement
বাজারে আরও একটা গুজব রয়েছে যে, Redmi Note 13 Pro (চিনা মডেল) বিশ্ববাজারের জন্য Poco X6 5G হিসাবে রি-ব্র্যান্ড করা হবে। স্মার্টফোনটি সম্প্রতি IMDA সার্টিফিকেশন পেয়েছে এবং BIS সার্টিফিকেশন অনুযায়ী মনে করা হচ্ছে Poco X6 সিরিজের ফোনের লঞ্চ খুব তাড়াতাড়ি করা হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Redmi Note 13R Pro ভারতে আসবে কোন নামে? দেখে নিন খুঁটিনাটি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement