Betting App: ২২টি বেআইনি অ্যাপের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জারি সরকারের! আপনার মোবাইলে নেই তো?

Last Updated:

Mahadev Book এবং Reddyannaprestopro-সহ ২২টি বেআইনি বেটিং অ্যাপ এবং ওয়েবসাইটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশিকা জারি করল ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক।

বেটিং অ্যাপ: Mahadev Book এবং Reddyannaprestopro-সহ ২২টি বেআইনি বেটিং অ্যাপ এবং ওয়েবসাইটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশিকা জারি করল ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। আসলে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-এর তদন্তের পরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ছত্তিসগঢ়ে বেআইনি বেটিং অ্যাপ সিন্ডিকেট এবং Mahadev Book-এর উপর অভিযান চালানো হয়েছিল। তখনই অ্যাপের বেআইনি কার্যকলাপের কথা প্রকাশ্যে আসে। আপাতত Mahadev Book-এর মালিকরা হেফাজতে রয়েছেন।
advertisement
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ছত্তিসগঢ় সরকারের ধারা ৬৯এ আইটি আইনের আওতায় ওয়েবসাইট/অ্যাপ বন্ধ করার জন্য সুপারিশ করার সমস্ত ক্ষমতা রয়েছে। যদিও সেটা তারা করেনি। এমনকী প্রায় দেড় বছর তদন্ত করা সত্ত্বেও রাজ্য সরকার তেমন কোনও অনুরোধও জানায়নি। প্রথম এবং একমাত্র আর্জি এসেছিল ইডি-র কাছ থেকে। আর তারপরেই সেই অনুযায়ী তদন্ত শুরু হয়। কিন্তু একই ধরনের আর্জি জানানোর জন্য ছত্তিসগঢ় সরকারকে কেউ প্রতিহত করেনি।
advertisement
ইডি-র অভিযোগ, মহাদেব অ্যাপ দুর্নীতির সরাসরি সুবিধাভোগী ছিলেন খোদ ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এদিকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত অসীম দাসকে। তাঁকে জেরা করা হচ্ছে। ইডি-র দাবি, অসীম দাস স্বীকার করে নিয়েছেন যে, ছত্তিসগঢ়ের শাসক রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ৫ কোটি টাকা এনেছিলেন তিনি। এমনকী ওই অভিযুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নামও নিয়েছেন। অসীম দাসের দাবি, তাঁর কাছে থাকা বাজেয়াপ্ত হওয়া নগদ টাকা সব শেষে মুখ্যমন্ত্রীরই হাতে পৌঁছনোর কথা ছিল।
advertisement
ইডি-র একটি সূত্রের দাবি, অসীম দাসকে আসলে ‘সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাঠানো নগদ ক্যুরিয়র’ হিসেবে কাজে লাগানো হয়েছিল। যাতে তিনি ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নির্বাচনী খরচের জন্য বিপুল পরিমাণ নগদ পৌঁছে দিতে পারেন।
ইডি-র আরও দাবি, জেরা করার সময়ে অসীম দাস বলেন, মহাদেব অ্যাপের ম্যানেজমেন্টে যাঁরা শীর্ষস্তরে রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন শুভম সোনি ওরফে পিন্টু। ওই পিন্টুই তাঁকে ৫.৩৯ কোটি টাকা নগদ দিয়ে বলেছিলেন যে, সেটা ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রীর সহযোগীদের হাতে তুলে দিতে হবে।
advertisement
ইডি আরও বলেছে যে, জেরায় অসীম স্বীকার করেছেন যে, নগদ সরবরাহ করার জন্য তাঁকে বিশেষ ভাবে দুবাই থেকে ডেকে পাঠানো হয়েছিল। এমনকী নগদ হস্তান্তরের জন্য বিশেষ নির্দেশও পেয়েছিলেন তিনি। সেই সঙ্গে এ-ও বলা হয়েছিল যে, হোটেল ট্রিটনের রুম নম্বর ৩১১-তে তাঁকে অপেক্ষা করতে হবে। এরপরে টাকা হস্তান্তরের নির্দেশ আসবে। ইডি-র দাবি, অসীম দাসের কাছ থেকে বাজেয়াপ্ত করা ফোন থেকে যে ফরেন্সিক এবং ডিজিটাল প্রমাণ পাওয়া গিয়েছে, তার সঙ্গে অসীমের দাবি মিলে যাচ্ছে।
advertisement
অন্য দিকে চলতি মাসে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাঘেল তাঁর ভাবমূর্তি নষ্ট করার দায় চাপিয়েছেন ইডি-র উপর। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও তোপ দেগেছেন। তাঁর অভিযোগ, “রাজ্যে শাসকদল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হওয়ার জন্য মোদি এবং শাহ জাতীয় তদন্তকারী সংস্থার সাহায্য নিচ্ছেন।” আবার প্রধানমন্ত্রীর অভিযোগ, “কংগ্রেস অবৈধ অর্থ ব্যবহার করে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারে তহবিল চালাচ্ছে। তাঁর আরও বক্তব্য, এই দলটি ‘মহাদেবকে’-ও রেহাই দেয়নি। যা ভগবান শিবের আর এক নাম।”
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Betting App: ২২টি বেআইনি অ্যাপের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জারি সরকারের! আপনার মোবাইলে নেই তো?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement