বাজারে এল জিওফাই, একই সিমে ৫ ডিভাইসে ইন্টারনেট !
Last Updated:
শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই ৷ এই ঘটনাই ঘটাতে চলেছে রিলায়েন্স জিও ৷
#নয়াদিল্লি: শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই ৷ এই ঘটনাই ঘটাতে চলেছে রিলায়েন্স জিও ৷ রিলায়েন্স জিও-র একটা সিমে ইন্টারনেট প্যাক ভরলেই কেল্লাফতে ৷ এবার নিশ্চিন্তে বাড়ির আরও পাঁচটা অন্যান্য ডিভাইসেও ব্যবহার করতে পারবেন ইন্টারনেট ৷ কীভাবে ? খুবই সহজ ৷ নিচে দেওয়া পাঁচটা স্টেপ মেনে চললে আপনিও অনায়েসে ইন্টারনেট চালাতে পারবেন ৷
১) প্রথমেই জিও সিমে ইন্টারনেট প্যাক ভরে নিন ৷ এবার রিলায়েন্স স্টোর, ডিজিটাল এক্সপ্রেস থেকে কিনে নিন জিওফাই মোডেম ডিভাইস ৷
২) জিওফাই মোডেমের ব্যাক কভার খুলে আপনার সিমকে হটপট ট্রেতে ভরে ফেলুন ৷ এবার SSID কোড ও পাসওয়ার্ড নোট করে নিন৷ SSID ও পাসওয়ার্ড সিমের ট্রেতেই লেখা থাকবে ৷ মোডেমের ব্যাক কভার পরিয়ে দিন ৷ মোডেমের পাওয়ার বোতাম প্রেস করুন ৷
advertisement
advertisement
৩) জিওফাই মোডেমের সাহায্যে আপনি ল্যাপটপ, ট্যাব, আইপড, আইপ্যাড কানেক্ট করতে পারবেন ৷
৪) SSID কোড ও পাসওয়ার্ডটা ব্যবহার করে অন্যান্য ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৷
৫) এই মোডেমের সাহায্যে ১০ থেকে ২৫ এমবিপিএস প্রতি সেকেন্ড গতিতে ইন্টারনেট চলতে পারে ৷
Location :
First Published :
September 12, 2016 7:23 PM IST