Realme GT 7 Pro Launch: নভেম্বরেই ভারতে লঞ্চ হবে Realme GT 7 Pro, কী কী ফিচার থাকছে? দামই বা কত? জানুন

Last Updated:

সম্প্রতি অনলাইনে চিপসেটের পারফরম্যান্স সম্পর্কিত বিশদ বিবরণ প্রকাশিত হয়েছে। যা থেকে অনুমান করা হচ্ছে, Snapdragon 8 Elite SoC তার পূর্বসূরিকে ছাড়িয়ে যেতে পারে।

Realme GT 7 Pro Launch
Realme GT 7 Pro Launch
Realme GT 7 Pro Launch: খুব শীঘ্রই Realme-এর ফ্ল্যাগশিপ ফোন Realme GT 7 Pro লঞ্চ হতে চলেছে চিনে। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। এরপর নভেম্বরে লঞ্চ হবে ভারতে। জানা যাচ্ছে, ভারতে Realme GT 7 Pro-তে নতুন হার্ডওয়্যার থাকতে পারে।
সম্প্রতি অনলাইনে চিপসেটের পারফরম্যান্স সম্পর্কিত বিশদ বিবরণ প্রকাশিত হয়েছে। যা থেকে অনুমান করা হচ্ছে, Snapdragon 8 Elite SoC তার পূর্বসূরিকে ছাড়িয়ে যেতে পারে। MediaTek সদ্যই ডাইমেনসিটি 9400 SoC নিয়ে এসেছে। এটা iPhone 16 Pro Max-এ থাকা A18 Pro চিপের থেকেও ভাল হতে পারে।
আরও পড়ুন: সকলের জীবন ভরে উঠুক আনন্দের আলোয়! প্রিয়জনদের পাঠান দীপাবলির শুভেচ্ছা
91 Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, Realme GT 7 Pro AnTuTu বেঞ্চমার্ক টেস্টে দুর্দান্ত ফল করেছে। Realme-এর ফ্ল্যাগশিপ ডিভাইসের স্কোর হয়েছে ৩০,২৫,৯৯১। iPhone 16 Pro Max-এর স্কোর ছিল ১৬,৫১,৭২৮। অর্থাৎ অনেক বেশি। উল্লেখ্য, AnTuTu অ্যাপটি অ্যান্ড্রয়েড ডিভাইসে Vulkan গ্রাফিক্স এপিআই এবং iOS ডিভাইসে Metal গ্রাফিক্স এপিআই-তে চলে।
advertisement
advertisement
তবে Realme GT 7 Pro AnTuTu বেঞ্চমার্ক টেস্টে ৩ মিলিয়ন মার্ক পাওয়া একমাত্র ডিভাইস নয়। এর আগে, মিডিয়াটেকের ৩ এনএম ডাইমেনসিটি ৯৪০০ চিপসেটযুক্ত Vivo X200 বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ৩০,০৭,৮৫৩ পয়েন্ট স্কোর করেছিল। এই পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে যা দেখা যাচ্ছে, তাতে কোয়ালকমের প্রসেসরের পারফরম্যান্স যে তার প্রতিদ্বন্দ্বীর তুলনায় এগিয়ে রয়েছে সেটা স্পষ্ট।
advertisement
Realme GT 7 Pro-এর ফিচার: জানা গিয়েছে, Realme GT 7 Pro-তে 120W ফাস্ট-চার্জিংয়ের সমর্থন সহ 6,500 mAh ব্যাটারি প্যাক থাকবে বলে অনুমান করা হচ্ছে। স্যামসং কোয়াড মাইক্রো-কার্ভড ডিসপ্লে এবং DC ডিমিং-এর সুবিধাও থাকতে পারে। প্রাইমারি ক্যামেরা হতে চলেছে ৫০ মেগাপিক্সেলের।
আরও পড়ুন: দীপাবলিতে স্মার্টফোন দিয়েই ‘নিখুঁত ফটো’ তুলুন, শুধু মেনে চলুন এই কটা টিপস, বাঁধিয়ে রাখার মতো ছবি উঠবে
ডিসপ্লেতে সম্ভবত 1Hz থেকে 120Hz পর্যন্ত চেঞ্জেবল রিফ্রেশ রেট থাকবে, যা বিভিন্ন অ্যাপ্লিকেশন জুড়ে মসৃণ ভিজ্যুয়াল এবং 6000 নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা দেবে। বাইরের উজ্জ্বল পরিবেশেও দেখতে কোনও অসুবিধা হবে না, পাশাপাশি ডলবি ভিশন থাকতে পারে বলেও শোনা যাচ্ছে। যা DCI-P3 রঙের 100 শতাংশ কভার করবে।
advertisement
অতিরিক্ত ফিচারের কথা বললে, IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, ইন-ডিসপ্লে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং প্রায় ৯ মিমি পাতলা একটি কেসিং থাকতে পারে। ভারতে, রিয়েলমি জিটি ৭ প্রো-এর দাম আনুমানিক ৫৫,০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে iQOO 13-এর লঞ্চও হতে চলেছে। যাইহোক, এখন Realme GT 7 Pro ইউজারদের মন কতটা জিততে পারে সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Realme GT 7 Pro Launch: নভেম্বরেই ভারতে লঞ্চ হবে Realme GT 7 Pro, কী কী ফিচার থাকছে? দামই বা কত? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement