Smartphone Sale: পুজোর আগে Xiaomi-র আকর্ষণীয় সেল! ফোন থেকে ট্যাব, কোথায় কত ছাড়? জেনে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
গ্রাহকরা খুবই কম দামে এই Diwali With Mi ২০২৩ সেল থেকে ৫জি ফোন ক্রয় করতে পারবেন।
ভারতে শুরু হতে চলেছে উৎসবের মরশুম। আর উৎসবের মরশুম মানেই কেনাকাটা। এর জন্য বিভিন্ন অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম নিয়ে আসছে বিভিন্ন ধরনের সেল। জনপ্রিয় টেক কোম্পানি Xiaomi এই উৎসবের মরশুমে নিয়ে এসেছে Diwali With Mi ২০২৩ সেল। Xiaomi কোম্পানির এই Diwali With Mi ২০২৩ সেলে থাকতে চলেছে আকর্ষণীয় অফার, সেররা ডিল থেকে স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইসে ডিসকাউন্ট।
Diwali With Mi ২০২৩ সেলে প্রত্যেক আগ্রহী ক্রেতার জন্য কিছু না কিছু রয়েছে। বিক্রয়টি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৩ এবং ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল ২০২৩-এর আশেপাশে শুরু হতে পারে। এই দুটিই অক্টোবরের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi এখনও এই Diwali With Mi ২০২৩ সেলের তারিখ অফিসিয়ালি প্রকাশ করেনি। এই Diwali With Mi ২০২৩ সেলে Redmi Note 13 সিরিজের মতো স্মার্টফোন এবং Redmi Pad SE-এর মতো ট্যাবলেটগুলি আকর্ষণীয় ছাড়ে অফার করা হতে পারে। কোম্পানির পেজে শেয়ার করা টিজারটি আসন্ন সেলে ৫জি স্মার্টফোনগুলিতে স্মার্ট এক্সচেঞ্জ অফারগুলির ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ গ্রাহকরা খুবই কম দামে এই Diwali With Mi ২০২৩ সেল থেকে ৫জি ফোন ক্রয় করতে পারবেন।
advertisement
advertisement
এই সেলে আগ্রহী ক্রেতারা গেম লাউঞ্জের মাধ্যমে পুরস্কার জেতার পাশাপাশি প্রতিদিন নতুন নতুন চমক আনলক করতে পারেন। কোম্পানিটি বন্ধু এবং পরিবারকে এই সেলের কথা শেয়ার করার জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য ক্রেতাদের বিনামূল্যেও প্রোডাক্ট অফার করতে পারে৷
advertisement
যদিও কোম্পানি এখনও ঘোষণা করেনি যে, আসন্ন উৎসবে কোন পণ্য বিক্রি হতে পারে। এই সেলে থাকতে পারে Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro+, বেস মডেল, Redmi A2+, Redmi K60। এছাড়াও এই সেলে Ultra, Redmi Note 12 Pro 5G, Redmi 12 5G আকর্ষণীয় ছাড়ে পাওয়া যেতে পারে।
advertisement
এছাড়া সম্প্রতি লঞ্চ করা কিছু Mi পণ্যও এই সেলে বিক্রি করা হতে পারে। এর মধ্যে থাকতে পারে স্মার্টফোন থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সেস, স্মার্টওয়াচ এবং টিভি স্টিক। Xiaomi এই বছরের Diwali With Mi ২০২৩ সেলে বেশিরভাগ গ্যাজেটগুলিতে দুর্দান্ত ছাড় দেবে বলে আশা করা হচ্ছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 2:17 PM IST