Battlegrounds Mobile India: আজ থেকে শুরু প্রি-রেজিস্ট্রেশন, কীভাবে করবেন জানুন

Last Updated:

PUBG Mobile: Battlegrounds Mobile India: আজ থেকে Android মোবাইল ইউজাররা এই গেমে রেজিস্ট্রেশন করতে পারবেন

Battlegrounds Mobile India: অপেক্ষার অবসান! গেম লাভাররা জেনে গিয়েছেন যে তাঁদের প্রিয় এবং এই দেশে সরকারি তরফে নিষিদ্ধ PUBG আবার ফিরে আসতে চলেছে। তবে আগে যেমনটা জানা গিয়েছিল, সেই PUBG Mobile India হয়ে গেম ফিরে আসছে না, আসছে একেবারে নতুন রূপে আর নামে। এবার তার নাম রাখা Battlegrounds Mobile India। এই নিয়ে সম্প্রতি গেম প্রস্তুতকারক সংস্থা Krafton নানা কিছু জানিয়েছে আমাদের। কথা মতো, আজ ১৮ মে থেকে শুরু হচ্ছে Battlegrounds Mobile India গেমের প্রি-রেজিস্ট্রেশনের কাজ। এই প্রি-রেজিস্ট্রেশনের দু'টো সুবিধা রয়েছে। প্রি-রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেললে গেম সংক্রান্ত সব নোটিফিকেশন সময়ে সময়ে পৌঁছতে থাকে খেলুড়েদের কাছে। অন্য দিকে, গেম প্রস্তুতকারক সংস্থারও একটা লাভ হয়। তারা একটা স্পষ্ট হিসাব পেয়ে যায় যে ঠিক কী পরিমাণে গেমাররা তাদের উদ্যোগকে সমর্থন করছেন। এই সূত্র ধরে গেম ডেভেলপমেন্ট এবং ব্যবসায়িক দিক পরিচালিত হয়।
এর আগে খবর মিলেছিল যে চলতি বছরের জুন মাসে এই দেশে লঞ্চ হতে চলেছে Battlegrounds Mobile India। দুর্ভাগ্যজনক ভাবে এখনই গেম লঞ্চের কোও তারিখ ঘোষণা করেনি Krafton, ফলে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাবে না।
Krafton আপাতত Battlegrounds Mobile India গেমের রেজিস্ট্রেশন বিষয়ে যা জানিয়েছে তা হল এই যে যাঁরাই এই প্রি-রেজিস্ট্রেশনে হিসসা নেবেন, তাঁদের সংস্থার তরফ থেকে একটা পুরস্কার বা গেম খেলার কাজে লাগবে এমন কিছু লোভনীয় রিওয়ার্ড পয়েন্ট অফার করা হবে। এই সব রিওয়ার্ড পয়েন্ট গেম খেলার সময়ে ক্লেইম করতে পারবেন গেমাররা। শর্ত শুধু দু'টো- গেমারদের বয়স হতে হবে ১৮ বছরের উপরে। যাঁদের বয়স এখনও ১৮-র ঘর পেরোয়নি, প্রি-রেজিস্ট্রেশন তো বটেই, গেম খেলার জন্যও তাঁদের অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে। এমন কেউ অভিভাবকের অনুমতি ব্যতিরেকে প্রি-রেজিস্ট্রেশন রলে পরে সেই বিষয়ে যদি কোনও অভিযোগ জমা পড়ে, তাহলে সেই রেজিস্ট্রেশন খারিজ করে দেবে Krafton, প্রি-রেজিস্ট্রেশন করা থাকলেও ওই আইডি দিয়ে গেম খেলা যাবে না।
advertisement
advertisement
আর দ্বিতীয় শর্ত? সেটা হল Google Play Store-এর ব্যবহার! এর আগে জানা গিয়েছিল যে ভারতের জন্য বিশেষ ভাবে তৈরি Battlegrounds Mobile India প্রি-রেজিস্ট্রেশনের সুবিধা অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ইউজাররাই পাবেন। কিন্তু Apple ইউজারদের বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছু স্পষ্ট করে জানায়নি Krafton। শুধু জানিয়েছে যে গেমের প্রি-রেজিস্ট্রেশন আর গেম ডাউনলোড করা, এই দুই কাজই সারতে হবে Google Play Store-এর মাধ্যমে, ১৮ মে থেকে এই সুযোগ পাবেন ইউজাররা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Battlegrounds Mobile India: আজ থেকে শুরু প্রি-রেজিস্ট্রেশন, কীভাবে করবেন জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement