#নয়াদিল্লি: চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কেন্দ্র৷ TikTok, Shareit-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, 'এই অ্যাপগুলি ভারতের ঐক্যতা, সার্বভৌমত্ব, প্রতিরক্ষার পক্ষে ক্ষতিকর৷' কিন্তু এই তালিকার মধ্যে নেই PUBG আর Zoom অ্যাপ। ইতিমধ্যেই ট্যুইটারে তুমুল রসিকতা শুরু হয়ে গিয়েছে৷ কথা হচ্ছে, TikTok বনাম PUBG৷ দুটোই প্রায় সমান জনপ্রিয় ভারতে৷ গেমারদের কাছে PUBG সেরা৷ আবার ভিডিও প্রেমীদের কাছে TikTok যথেষ্ট জনপ্রিয়৷ অনেকেই প্রশ্ন তুলেছে PUBG আর Zoom অ্যাপকে কেন এই তালিকায় রাখা হয় নি।
সরকার PUBG আর Zoom ভিডিও কনফারেন্স অ্যাপটিকে ব্যান করে নি কারণ এই দুটি অ্যাপ চিনের নয়।
Still India being the top country in playing #PubG in the world, what is the use in congratulating when the apps like Pubg and certain other Chinese apps are still in use. I still find the below apps still in playstore, why so? #pubgban #ChineseAppBan @PMOIndia pic.twitter.com/29PttAbf5B
— Dinesh Prabhu (@Dinesh_hd) June 30, 2020
PUBG - অনেকেই গুগলে সার্চ করছে যে মাল্টি প্লেয়ার অনলাইন গেম পাবজি (প্লেয়ার আননোনস্ ব্যাটেল গ্রাউন্ড) গেমটি ঠিক কোথাকার। অনেকেই এই গেমটিকে চিনা বলে দাবি করেছেন। কিন্তু PUBG আসলে দক্ষিণ কোরিয়ার অনলাইন ভিডিও গেম। এই গেমটি তৈরি করেছিল ব্রেন্ডন গ্রীন, আয়ারল্যান্ডের একজন ভিডিও গেম ডিজাইনার। এই গেমটি প্রথমে তরি করা হয়েছিল শুধু মাত্র কম্পিউটার আর গেম কনসোলের জন্য আর এই গেমটিকে কিনেছিলে দক্ষিণ কোরিয়ান ভিডিয়ো গেম নির্মাতা ব্লুহোল (Bluehole)। শুরুতে চিনের সরকার এই গেমটিকে চিনে ব্যান করে রেখেছিল, কিন্তু পরে এক জনপ্রিয় টেনসেন্ট (Tencent)-এর মধ্যেমে চিনে প্রবেশ করে। পরিবর্তে চিনা সংস্থা টেনসেন্টকে PUBG-তে অংশীদারি দিতে হয়েছিল। টেনসেন্ট (Tencent), বিশ্বের বৃহত্তম গেম পাবলিশ করা সংস্থা ২০১৭ সালে ব্লুহোল কোম্পানিতে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করে। চিনা এই সংস্থার সদর দফতর শেনঝেন প্রদেশে। প্রতিদিন প্রায় ৩ কোটি ইউজার এই গেমটি খেলে থাকেন।
Guys why should be #pubgban it is south Korean game.If #PUBG banned then #Samsung's product also ban.@pnsharmaallen @TheLallantop @Stranger_1233 @SamsungIndia pic.twitter.com/fi0NdWJB8z
— (@Suryansh_India) June 30, 2020
Zoom - Zoom অ্যাপটি একটি আমেরিকার কোম্পানি, যার হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়ার স্যান হোজে (San Jose)-তে। কোম্পানির বড় একটি ওয়ার্কফোর্স চিন থেকে কাজ করে, যা নিয়ে নজরদারি এবং সেন্সরশিপ নিয়ে প্রশ্ন উঠেছিল। কোম্পানির সিইও এরিক ইউয়ান কিছুদিন আগে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে এটি চিনা নয়, আমেরিকান সংস্থা এবং চিনের সরকারের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chinese apps, India China, PUBG, Zoom