৫০০০ টাকার কমে পাওয়া যাচ্ছে Gionee-র জবরদস্ত এই ফোন, সীমিত সময়ের অফার

Last Updated:

জেনে নিন Gionee Max-এর স্পেসিফিকেশন ও নতুন দাম

Flipkart Smartphone Carnival Sale:  ফ্লিপকার্টে (Flipkart) চলছে স্মার্টফোন কার্নিভ্যাল সেল (Smartphone Carnival Sale)। এই সেলে একাধিক জনপ্রিয় স্মার্টফোন মিলছে আকর্ষণীয় ছাড়। স্মার্টফোন কার্নিভ্যাল সেল চলবে ২০ এপ্রিল পর্যন্ত। এই সেলে বাজট ফোন থেকে শুরু করে প্রিমিয়াম স্মার্টফোন, সব ফনের উপরেই রয়েছে দুর্দান্ত ডিলস। বেশ কিছু আকর্ষণীয় অফারের মধ্যে রয়েছে জিওনি ম্যাক্স স্মার্টফোনও। Gionee Max-এর বিশেষ আকর্ষণ এর ৫,০০০ এমএএইচ ব্যাটারি, অক্টা কোর প্রসেসর ও ডুয়েল রিয়ার ক্যামেরা।
জিওনি ম্যাক্সে ফোনটি দাম মাত্র ৫,৯৯৯ টাকা। কিন্তু এই সেলে আপনি ফোনটি পেয়ে যাবেন ৪,৯৯৯ টাকায়। জেনে নিন ফোনটির পুরো স্পেসিফিকেশন...
Gionee Max-এর স্পেসিফিকেশন - জিওনি ম্যাক্স ফোনে আছে ৬.১ ইঞ্চি এইচডি প্লাস কার্ভাড গ্লাস ডিসপ্লে যার পিক্সেল রেজুলেশন ১৫৬০ x ৭২০। ফোনটিতে পাবেন ১.৬ গিগাহার্টজ Unisoc SC9863A অক্টা কোর প্রসেসর আর গ্রাফিক্সের জন্য রয়েছে IMG8322 GPU। ফোনটিতে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ বিকল্প পাবেন। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে আছে অ্যান্ড্রয়েড ১০। জিওনি ম্যাক্সে রয়েছে ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট সেসর।
advertisement
advertisement
Gionee Max-এর ক্যামেরা - ছবি তোলার জন্য Gionee Max-এ রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। তাতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর একটি ডেপথ সেন্সর। সেই সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশও। সেলফির জন্য এখানে পাবেন ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ারের জন্য ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনটির একটি বিশেষ ফিচার হল এই ফোন রিভার্স চার্জিং সাপোর্ট করে। মানে আপনি এই ফোন থেকে অন্য ফোন চার্জ করতে পারবেন।
advertisement
কানেক্টিভিটির জন্য Gionee Max-এ রয়েছে 4G Volte,ওয়াই-ফাই ৮০২.১১ বি / জি / এন, ব্লুটুথ ৪.২, জিপিএস এবং মাইক্রো-ইউএসবি পোর্ট। এই ফোনে পাবেন ডুয়েল সিম সাপোর্ট। এছাড়াও রয়েছে 3.5mm অডিও জ্যাক এবং এফএম রেডিও।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৫০০০ টাকার কমে পাওয়া যাচ্ছে Gionee-র জবরদস্ত এই ফোন, সীমিত সময়ের অফার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement