বাইকে গিয়ার বদলের সময় ক্লাচ পুরো চাপেন না কি হাফ? সঠিক পদ্ধতি 'এটাই'

Last Updated:

Bike maintenance tips- সঠিক পদ্ধতি জানার আগে ক্লাচ কী সেটা বোঝা জরুরি। ক্লাচের কাজ হল ইঞ্জিন থেকে গিয়ারবক্সকে আলাদা করা। যাতে গিয়ার বদলানোর সময় ইঞ্জিনের গতি ব্যাহত না হয়।

কলকাতা: বাইক চালানোর সময় সঠিকভাবে গিয়ার বদলানো জরুরি। এটা সরাসরি পারফরম্যান্সে প্রভাব ফেলে। কিন্তু গিয়ার বদলানোর সময় ক্লাচ পুরো চাপা উচিত না কি অর্ধেকটা, এই নিয়ে দ্বিধায় থাকেন অনেকেই। বলা ভাল, ৯০ শতাংশ চালকেরই এই বিষয়ে স্পষ্ট ধারণা নেই।
সঠিক পদ্ধতি জানার আগে ক্লাচ কী সেটা বোঝা জরুরি। ক্লাচের কাজ হল ইঞ্জিন থেকে গিয়ারবক্সকে আলাদা করা। যাতে গিয়ার বদলানোর সময় ইঞ্জিনের গতি ব্যাহত না হয়।
ক্লাচ চাপলেই গিয়ারের সঙ্গে ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই পরিস্থিতিতে চালক কোনও সমস্যা ছাড়াই ইঞ্জিন পরিবর্তন করতে পারেন।
advertisement
আরও পড়ুন- দাম কমে অর্ধেক! ল্যাপটপ কেনার সেরা ডিল পাবেন Amazon Great Indian Festival Sale-এ
ক্লাচ পুরো চাপতে হবে: ইঞ্জিন থেকে গিয়ারবক্সকে আলাদা করতে চাইলে পুরো ক্লাচ চাপতে হবে। তবেই সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হবে। গিয়ার পরিবর্তন করতে কোনও অসুবিধা হয় না।
advertisement
এখন যদি অর্ধেক চাপলে ইঞ্জিনের সঙ্গে গিয়ারবক্সের যোগ থেকে যাবে। এই পরিস্থিতিতে গিয়ার বদলালে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। আর একবার ইঞ্জিনের ক্ষতি হলে অনেক টাকার ধাক্কা সামলাতে হবে।
মাথায়রাখতে হবে, ক্লাচ পুরো চাপলে তবেই গিয়ারগুলো সঠিকভাবে যুক্ত হয়। বাইকের কার্যক্ষমতাও বাড়ে। শুধু তাই নয়, ক্লাচ প্লেটের উপরেও চাপ কম পড়ে। ফলে ক্লাচ প্লেট দীর্ঘদিন ভাল থাকে। বারবার বদলাতে হয় না।
advertisement
অর্ধেক ক্লাচ চাপলে ক্ষতি: অনেকেই গিয়ার বদলানোর সময় ক্লাচ অর্ধেক চাপেন। বিশেষ করে যানজটে, যাতে গাড়িকে নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু এর ফলে ক্লাচ প্লেটের উপর অতিরিক্ত চাপ পড়ে। কর্মক্ষমতা কমে।
গাড়ির পারফরম্যান্সের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। গিয়ার আর ইঞ্জিনের বোঝাপড়া যদি ঠিক না থাকে তাহলে গাড়ি খারাপ হতে বাধ্য।
আরও পড়ুন- এক দিনে ফোন কতবার চার্জ দেওয়া উচিত? অনেকেই নিয়ম জানেন না, রোজ ভুল করেন
বাইকের গিয়ার পরিবর্তনের সময় তাই পুরো ক্লাচ চাপার পরামর্শ দেওয়া হয়। এতে গাড়ি ভাল থাকবে। আয়ু এবং পারফরম্যান্স দুটোই বাড়বে। চালকও মসৃণভাবে বাইক চালাতে পারবেন। তাই গিয়ার সঠিকভাবে পরিবর্তন করা জরুরি। ক্লাচ অর্ধেক চাপলে চলবে না। তবেই বাইকের স্বাস্থ্য এবং কর্মক্ষমতা, উভয়ই বজায় থাকবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাইকে গিয়ার বদলের সময় ক্লাচ পুরো চাপেন না কি হাফ? সঠিক পদ্ধতি 'এটাই'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement