The Kashmir Files: দ্য কাশ্মীর ফাইলস- নিয়ে নতুন প্রতারণার ফাঁদ ! খোয়া গেছে ৩০ লক্ষ টাকা ! সাবধান করছে পুলিশ
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
The Kashmir Files: লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্ট খালি। দ্য কাশ্মীর ফাইলস-নিয়ে নতুন প্রতারণার জাল।
#নয়া দিল্লি: দ্য কাশ্মীর ফাইলস ( The Kashmir Files)। এই ছবি নিয়ে শুরু থেকেই উত্তেজনা রয়েছে চরমে। কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করার ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশীর মতো অভিনেতারা। এই ছবি দেখার পর বেশ কিছু রাজ্যে বিজেপি সরকার ছবিটিকে করমুক্ত করে দিয়েছেন। প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ছবি দেখার জন্য অফিস থেকে ছুটিও মিলছে অনেক জায়গায়।
দর্শক মহলে বিপুল উত্তেজনা এই ছবি ( The Kashmir Files) নিয়ে। আর এই ছবি দেখতে গিয়েই খোয়া যাচ্ছে লাখ লাখ টাকা। ভাবছেন তো সিনেমার সঙ্গে টাকা খোয়ার কী সম্পর্ক? আছে বইকী। কারণ ঠিক এই খানেই বিশাল এক ফাঁদ তৈরি করে বসে পড়েছে প্রতারকরা। বিপুল অঙ্কের ব্যবসা করার পরেও বিবেক অগ্নিহোত্রীর ছবি এবার নতুন ফাঁদে। নে দুনিয়ায় ছবিটি দেখার টোপ দিয়ে পাতা হয়েছে প্রতারণার জাল। আর সেই জালে পা দিলেই খোয়া যাচ্ছে লাখ লাখ টাকা।
advertisement
এই বিষয়ে ইতিমধ্যেই নয়ডা পুলিশের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দ্য কাশ্মীর ফাইলস ( The Kashmir Files) বিনা পয়সায় ডাউনলোডের একটি ভুয়ো লিঙ্ক ঘুরছে হোয়াটসঅ্যাপে। তাতে ভুলেও ক্লিক করবেন না। কারণ ক্লিক করলেই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই এই লিঙ্কে ক্লিক করে ৩০ লক্ষ টাকা খোয়া গিয়েছে।
advertisement
advertisement
পিটিআই-এর তথ্য অনুযায়ী, নয়ডা পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রণবিজয় সিংহ জানিয়েছেন, এ পর্যন্ত ছবিটির নাম উল্ল্যেখ করে কোনও অভিযোগ হয়নি ঠিকই। তবে সূত্র মারফত জানা গিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ( The Kashmir Files) দেখার টোপ দিয়েই দর্শকের ফোন হ্যাক করা হচ্ছে। আর তার পরেই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তিন থেকে চারটি অভিযোগ ইতিমধ্যে জম পড়েছে। সেখানে সব কটি অ্যাকাউন্ট মিলিয়ে ৩০ লক্ষ টাকা খোয়া গিয়েছে। তাই বার বার করে সকলকে সাবধান করা হচ্ছে, হোয়াটসঅ্যাপে বা নেট মাধ্যমে পাঠানো 'দ্য কাশ্মীর ফাইলস'- বিনামূল্যে দেখার লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। যদিও এখনও কাউকেই ধরা যায়নি।
view commentsLocation :
First Published :
March 16, 2022 8:39 PM IST