#নয়াদিল্লি: Poco মঙ্গলবার ভারতে লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন Poco M4 Pro 5G। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট (MediaTek Dimensity Chipset), গেমারদের জন্য ডুয়াল স্পিকার সেটআপ। এছাড়াও Poco-র এই নতুন ফোন Poco M4 Pro 5G-তে রয়েছে ৯০এইচজেড (Hz) রিফ্রেশ রেট, ভার্চুয়াল এক্সটেন্ডেবেল মেমোরি কার্ড এবং টার্বো র্যাম (Turbo RAM)।
Poco M4 Pro 5G ফোনে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ও উন্নত ফিচার। ভারতে Poco M4 Pro 5G ফোনের ৪জিবি র্যাম এবং ৬৪জিবি স্টোরেজের মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। Poco M4 Pro 5G ফোনের ৬জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজের মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। Poco M4 Pro 5G ফোনের ৮জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজের মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। ভারতে Poco M4 Pro 5G ফোনটি পাওয়া যাচ্ছে জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ।
Poco M4 Pro 5G ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৯০এইচজেড স্মার্ট রিফ্রেশ রেট। Poco M4 Pro 5G ফোনের স্ক্রিনে রয়েছে পাঞ্চ হোল কাটআউট, ২৪০এইচজেড টাচ স্যামপ্লিং রেট, ডিসিআই-পি৩ ওয়াইড কালার গ্যামাট। Poco M4 Pro 5G ফোনে রয়েছে এলসিডি প্যানেল।
Poco M4 Pro 5G ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ অক্টা-কোর চিপসেট। Poco M4 Pro 5G ফোনে রয়েছে ৪জিবি, ৬জিবি এবং ৮জিবি র্যাম। Poco M4 Pro 5G ফোনে রয়েছে ৬৪জিবি এবং ১২৮জিবি স্টোরেজ। Poco M4 Pro 5G ফোনের স্টোরেজ বাড়ানো যেতে পারে প্রায় ১টিবি পর্যন্ত। Poco M4 Pro 5G ফোনে রয়েছে এমআইইউআই ১২.৫ (MIUI 12.5) ভার্সনের অ্যান্ড্রয়েড ১১ (Android 11) অপারেটিং সিস্টেম। খুব তাড়াতাড়ি কোম্পানি লঞ্চ করবে এমআইইউআই ১৩ (MIUI 13) ভার্সনের অ্যান্ড্রয়েড ১২ (Android 12) অপারেটিং সিস্টেম।
আরও পড়ুন: কেওড়তলা মহাশ্মশানেই শেষ হল সন্ধ্যা কাহিনি ! না ফেরার দেশে চলে গেলেন গীতশ্রী !
Poco M4 Pro 5G ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। Poco M4 Pro 5G ফোনের ফ্রন্টে রয়েছে সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের শ্যুটার। এছাড়াও Poco M4 Pro 5G ফোনে রয়েছে ৫০০০এমএএইচ (mAh) ব্যাটারি এবং ৩৩ডাব্লু (33W) ফাস্ট চার্জ।
Poco M4 Pro 5G ফোনে রয়েছে ওয়াই-ফাই, ৪জি এলটিই (LTE), ডুয়াল সিম, ৫জি, ব্লুটুথ ৫.১, জিপিএস (GPS) যা গ্লোনাস (GLONASS) যুক্ত এবং ইউএসবি (USB) টাইপ সি কানেক্টিভিটি। এছাড়াও Poco M4 Pro 5G ফোনে রয়েছে হেডফোন জ্যাক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Poco