Password Manager: ফোনে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করছেন? সিকিউরিটি এক্সপার্টরা সতর্ক করছেন!জানুন
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Password Manager: এই সিস্টেম অনেকসময়ই আমাদের গোপন তথ্য এমন কোনও পার্টির হাতে তুলে দিতে পারে যাতে আমাদের সিকিউরিটির সমস্যা হয়।
Password Manager: আমাদের সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখা নিঃসন্দেহে কঠিন কাজ এবং সেখানেই পাসওয়ার্ড ম্যানেজার আমাদের সাহায্য করে। পাসওয়ার্ড ম্যানেজার আমাদের সমস্ত পাসওয়ার্ড এক জায়গায় রাখতে সাহায্য করে৷ কিন্তু সিকিউরিটি এক্সপার্টরা পাসওয়ার্ড ম্যানেজারের একটি বড় সমস্যা সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। এই সিস্টেম অনেকসময়ই আমাদের গোপন তথ্য এমন কোনও পার্টির হাতে তুলে দিতে পারে যাতে আমাদের সিকিউরিটির সমস্যা হয়।
ইউরোপে ব্ল্যাক হ্যাট সম্মেলনের সময় ভারতের হায়দরাবাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির (আইআইআইটি) গবেষকরা এই বিষয়টি জানিয়েছিলেন। এবারে জেনে নেওয়া যাক পাসওয়ার্ড ম্যানেজারের সঙ্গে সমস্যা কী যা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে প্রভাবিত করছে।
গবেষকরা ‘অটোস্পিল’ নামক নিরাপত্তার সমস্যা সম্পর্কে বলেছেন যা অ্যান্ড্রয়েড ফোনে উপলব্ধ অটোফিল পাসওয়ার্ড ফিচারের সঙ্গে যুক্ত। গুগল একটি ওয়েবভিউ পেজ সেট আপ করে যেখানে অটোফিল পাসওয়ার্ড ওয়েব ব্রাউজার না খুলেই কাজ করে।
advertisement
advertisement
অটোস্পিলের সমস্যা হল এটি পাসওয়ার্ড ম্যানেজারকে কোথায় পাসওয়ার্ড অটোমেটিক ভাবে পূরণ করতে হবে তা নিয়ে বিভ্রান্ত করে এবং এখানেই এই অ্যাপগুলি ভুল করে বেস অ্যাপে পাসওয়ার্ড ফাঁস করে দিতে পারে। উদ্বেগের বিষয় হল পাসওয়ার্ড, লাস্টপ্রেস, কিপার এবং এনপাস-এর মতো জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজারদের পরীক্ষা করেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে এই ত্রুটি রয়েছে। এই অ্যাপগুলি সর্বশেষ সফ্টওয়্যার আপডেট সহ অ্যান্ড্রয়েড ফোনে পরীক্ষা করা হয়েছিল।
advertisement
এই অ্যাপগুলির আপডেটকারীদের এবং গুগলকে এর ত্রুটি সম্পর্কে অবহিতও করা হয়েছে। বর্তমানে তারা এই অ্যাপের সমাধানের বিষয়ে কাজ করার কথা ভাবছে। ইতিমধ্যে ব্যবহারকারীদের অটোস্পিল সমস্যার কারণে সৃষ্ট বিপদ সম্পর্কেও সতর্ক করা হয়েছে।
advertisement
কিছু পাসওয়ার্ড ম্যানেজার নিশ্চিত নয় যে ইতিমধ্যেই এই অ্যাপগুলি কোনও বিপদ তৈরি করেছেন কি না, তারা এই সমস্যার মূলে যাওয়ার জন্য গবেষকদের কাছ থেকে আরও বিশদ জানতে চাইছে। সমস্যাটি এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেই রিপোর্ট করা হয়েছে, কেন না এটিকে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসেই পরীক্ষা করা হয়েছে। তবে শীঘ্রই, গবেষকরা আইওএস ডিভাইসেও সমস্যাটি পরীক্ষা করবেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2023 4:10 PM IST