প্রতিনিয়ত সাইবার হানার একের পর এক খবরে, এবার যেন এক ঝলক স্বস্তির বাতাস। আরও ভাল নিরাপত্তার জন্য অ্যান্ড্রয়েড এবং ক্রোমে পাসকি-র ব্যবহার চালু করতে চলেছে গুগল। পাসকি হল পাসওয়ার্ডের মতো অথেন্টিকেশন বা প্রমাণীকরণের একটি নিরাপদ ব্যবস্থা৷
"পাসকি বারবার ব্যবহার করা যায় না, তাই সার্ভারে কেউ হানা দিলেও গোপন তথ্য় ফাঁস হবে না। আর বলাই বাহুল্য ব্যবহারকারীদের ফিশিং আক্রমণ থেকেও রক্ষা করবে পাসকি", বুধবার একটি ব্লগ পোস্টের মাধ্যমে গুগল জানিয়েছে। "পাসকি বিভিন্ন অপারেটিং সিস্টেম এবং ওয়েব ব্রাউজার জুড়ে কাজ করে। এটা ওয়েবসাইট হোক কি অ্যাপ উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে", জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
পাসকি প্রচলিত ইউএক্স পদ্ধতি অনুসরণ করে এবং পাসওয়ার্ড অটোফিলের প্রচলিত ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ডিভাইস হারিয়ে গেলেও চিন্তার কোনও বিষয় থাকবে না। কারণ ব্যবহারকারীদের ফোন এবং কম্পিউটারে পাসকি ক্লাউডের মাধ্যমে সেভ করা থাকে। ব্যবহারকারীরা তাদের ফোনে জমিয়ে রাখা পাসকি ব্যবহার করে অন্যান্য ডিভাইসের অ্যাপ এবং ওয়েবসাইটে লগইন করতে পারবেন।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
পাসকি প্রধানত দু’ভাবে কাজ করে:
প্রথমত, এটি অ্যান্ড্রয়েড ডিভাইসে, ব্যবহারকারীদের গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে সুরক্ষিতভাবে একটা পাসকি তৈরি করতে দেয়। যে পাসকি পরে ব্যবহার করতে পারা যাবে পাসওয়ার্ডের পরিবর্তে। ফলে পাসওয়ার্ড ভুল হাতে চলে যাওয়ার বিষয়ে চিন্তা থাকে না।
দ্বিতীয়ত, ওয়েবঅথেন এপিআই-এর মাধ্যমে, অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করার সংস্থা নানা প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য পাসকি-র সুবিধা দিতে পারবে।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করার সংস্থারা ক্রোম ক্যানারি ব্যবহার করতে পারেন এবং এই মুহূর্তে এটি পরীক্ষা করতে গুগল প্লে-তে পরীক্ষামূলক সাইন আপ করা যেতে পারে। এই বছরের শেষের দিকে, সবার জন্যই সুবিধাটা জনসমক্ষে আনবে গুগল। একই ডোমেনের সঙ্গে যুক্ত অ্যাপগুলি সহজেই ওয়েব এপিআই-এর মাধ্যমে তৈরি পাসকি গ্রহণ করবে। ফলে কোথাও বাধার সম্মুখীন হতে হবে না ব্যবহারকারীকে।
উইন্ডোজ, ম্যাকওএস, আইওএস থেকে ক্রোমওএস সহ বেশ কয়েকটি সিস্টেম এবং ব্রাউজারে কাজ করবে পাসকি। তাই স্বাভাবিকভাবে ব্যবহারকারীরা এক সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতার সাক্ষী হতে পারবে বলে মনে করছে টেকদুনিয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।