হোম /খবর /প্রযুক্তি /
কী ভাবে স্মার্টফোন বা কমপিউটারে YouTube ভিডিও ডাউনলোড করবেন ?

YouTube Tips: কী ভাবে স্মার্টফোন বা কমপিউটারে YouTube ভিডিও ডাউনলোড করবেন ?

YouTube Tips: দেখে নেওয়া যাক কী ভাবে আমাদের স্মার্টফোন, কমপিউটারে YouTube ভিডিও ডাউনলোড করা যাবে।

  • Share this:

#কলকাতা: গত দু’বছরে মহামারীর কারণে আমরা সকলেই প্রায় ঘরবন্দী। এই সময় বিনোদন বলতে হাতের নাগালে থাকা ইন্টারনেট। আর ইন্টারনেটে বিনোদন বলতে প্রথমেই মাথায় আসে YouTube-এর কথা। এবারে তাই দেখে নেওয়া যাক কী ভাবে আমাদের স্মার্টফোন, কমপিউটারে YouTube ভিডিও ডাউনলোড করা যাবে।

YouTube হল বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। যদিও বা এখন TikTok রীতিমতো YouTube-এর সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয় প্লাটফর্মগুলি অন্যতম হয়ে উঠছে। তবে অন্যান্য অনেক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের বিপরীতে YouTube তার ব্যবহারকারীদের ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে অনেক সুবিধে দেয়। ফলে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুসারে অবসর সময়ে ভিডিও দেখার সুযোগ পান। ভারতের স্মার্টফোন ব্যবহারকারীরা যাঁরা বিনামূল্যে অ্যাপটি অ্যাকসেস করছেন তাঁরা শুধুমাত্র ৭২০p রেজোলিউশনে YouTube ভিডিও ডাউনলোড করতে পারবেন। তবে, এই ভিডিওগুলি অ্যাপের মধ্যেই থেকে যায়। অন্য দিকে, পেইড বা প্রিমিয়াম ব্যবহারকারীরা সম্পূর্ণ রেজোলিউশনে ভিডিও ডাউনলোড করতে পারেন। YouTube-এ ডাউনলোড করা ভিডিওগুলি মাত্র ৪৮ ঘন্টার জন্য পাওয়া যায়। এর পরে ব্যবহারকারীকে তাঁর ডিভাইজটি একটি মোবাইল বা Wi-Fi নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে হবে (প্রতি ৪৮ ঘন্টায়)।

আরও পড়ুন - চার হাজার টাকায় টিভি! শুরু হচ্ছে Amazon Black Friday 2021 Sale, সস্তায় পাবেন আরও অনেক কিছু

মোবাইল ডিভাইজ ছাড়াও, YouTube ব্যবহারকারীরা অফলাইনে দেখার জন্য ডেস্কটপ-ভিত্তিক কোনও অ্যাপে ভিডিও ডাউনলোড করতে পারেন যা শুধুমাত্র প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ। তবে হতাশ করার বিষয় এই যে, যে ভিডিওগুলি ব্যক্তিগত ভাবে দেখার জন্য সেট করা হয় সেগুলি ডাউনলোডযোগ্য নয়।

ব্যবহারকারী যদি তাঁর স্মার্টফোন বা কমপিউটারে YouTube ভিডিও ডাউনলোড করতে চান তবে এই পদ্ধতি অনুসরণ করে কাজটি করতে পারবেন-

স্টেপ-১: স্মার্টফোনে YouTube অ্যাপ খুলতে হবে।

স্টেপ-২: ভিডিও দেখার পেজে যেতে হবে।

স্টেপ-৩: ভিডিওর নিচে, ডাউনলোড অপশনে প্রেস করতে হবে।

স্টেপ-৪: একবার ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে, ডাউনলোড করা ভিডিওটির নিচের অংশ নীল হয়ে যাবে।

আরও পড়ুন - খোঁজাখুঁজির মুশকিল আসান, Google Drive-এ জুড়ল নয়া ফিচার 'সার্চ ফিল্টার চিপস'

কী ভাবে কমপিউটারে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হবে-

স্টেপ-১: ব্রাউজারে গিয়ে YouTube খুলতে হবে।

স্টেপ-২: যে ভিডিওটি ডাউনলোড করতে ইচ্ছুক সেটি খুলতে হবে।

স্টেপ-৩: ভিডিওর নিচে তিনটি বিন্দু অর্থাৎ মেনুতে ক্লিক করতে হবে।

স্টেপ-৪: ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।

একবার YouTube ভিডিও ডাউনলোড হয়ে গেলে, ব্যবহারকারী প্ল্যাটফর্মের ডাউনলোড বিভাগে, বামদিকে হ্যামবার্গার মেনুতে ভিডিওটি খুঁজে পাবেন।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Tech tips, Youtube, YouTube Tips