#কলকাতা: Google তাদের ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে এক নতুন ফিচার। এর দ্বারা গুগল ড্রাইভের (Google Drive) মাধ্যমে সার্চ করা যাবে আরও দ্রুত। ইউজাররা যেন আরও তাড়াতাড়ি সার্চ করার সুবিধা ভোগ করতে পারে, তার জন্য নিয়ে আসা হচ্ছে নতুন এই ফিচার।
Google-এর তরফে তাদের ড্রাইভের জন্য বিভিন্ন ধরনের সার্চ অপশন লঞ্চ করা হলেও, ইউজারদের কথা মাথায় রেখে তারা নিয়ে আসতে চলেছে সম্পূর্ণ এক নতুন এবং উন্নত ফিচার। এই নতুন সার্চ ফিচারের মাধ্যমে ইউজাররা খুব সহজেই গুগল ড্রাইভের নির্দিষ্ট ফাইল খুঁজে বার করতে পারবে। ইউজাররা যেন খুব সহজেই এবং দ্রুত তাদের প্রয়োজনীয় ফাইল এবং ডকুমেন্ট খুঁজে বের করতে পারে, সেই কথা মাথায় রেখেই নিয়ে আসা হচ্ছে নতুন এই ফিচার।
দ্য ভার্জ (The Verge)-এর রিপোর্ট অনুযায়ী Google-এর তরফে নতুন এই ফিচারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তারা নতুন এই ফিচারের টেস্টিংয়ের কাজ শুরু করে দিয়েছে। Google-এর নতুন এই ফিচারটির নাম হল 'সার্চ ফিল্টার চিপস' (Search Filter Chips)। নতুন এই সার্চ ফিল্টার চিপসের মাধ্যমে ইউজাররা গুগল ড্রাইভে নতুন এক অপশনের সুবিধা পাবে।
গুগল ড্রাইভের ওপরের দিকেই নতুন এই অপশনের সেট দেখতে পাওয়া যাবে। এর মাধ্যমে ইউজাররা সার্চ বেসড ফাইল টাইপ (Search Based File Type), লাস্ট মডিফিকেশন ডেট (Last Modification Date), নির্দিষ্ট ফাইল (Particular File) ইত্যাদির সুবিধা পাবে। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা খুব সহজেই তাদের প্রয়োজনীয় ফাইল খুব দ্রুত খুঁজে বের করতে পারবে।
গুগল ড্রাইভে এমনিতেই সার্চ ফিল্টারের সুবিধা পাওয়া যায়। এর দ্বারা তারিখ, সময়, শব্দ, কন্টাক্ট ইত্যাদির মাধ্যমে সার্চ করার সুবিধা পাওয়া যায়। কিন্তু এই সার্চ ফিল্টারকে আরও নিখুঁত করে তোলার জন্য নিয়ে আসা হচ্ছে নতুন এই ফিচার সার্চ ফিল্টার চিপস।
এই ফিচারটি আগের বছরেই Gmail-এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এখন সেই একই ধরনের ফিচার যুক্ত করা হচ্ছে গুগল ড্রাইভে। রিপোর্ট অনুযায়ী গুগল ড্রাইভের এই নতুন ফিচারের সুবিধা পাবে গুগল ওয়ার্কস্পেস (Google Workspace) ইউজার, জি স্যুট বেসিক (G Suite Basic) ইউজার এবং বিজনেস (Business) ইউজাররা। নতুন এই ফিচার সার্চ ফিল্টার চিপসের মাধ্যমে ইউজাররা আরও দ্রুত খুঁজে বের করতে পারবে তাদের নির্দিষ্ট ফাইল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Google, Google Drive, Search Filter Chips