পুজো থেকে দিওয়ালি, কেনাকাটার সব চাহিদা মেটাবে Xiaomi সেল! স্মার্টফোন, টিভি, ল্যাপটপ কেনার এটাই মরশুম

Last Updated:

Diwali With Mi: এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi ইন্ডিয়ার এই সেলে কী কী প্রোডাক্ট পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়ে।

Xiaomi সম্প্রতি Diwali With Mi সেলের ঘোষণা করেছে। এই সেলে Xiaomi কোম্পানির স্মার্টফোন, ল্যাপটপ, টিভি ইত্যাদি ক্রয়ের উপরে পাওয়া যাবে ধামাকা অফার। Xiaomi তাদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই সেলের টিজার লঞ্চ করেছে। Xiaomi ইন্ডিয়ার এই সেল ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi ইন্ডিয়ার এই সেলে কী কী প্রোডাক্ট পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়ে।
Redmi Note 11 SE -
Redmi Note 11 SE সম্প্রতি লঞ্চ করা হয়েছে। এর দাম ১৬,৯৯৯ টাকা থেকে শুরু। কিন্তু এই সেলে Redmi Note 11 SE ফোন পাওয়া যাবে মাত্র ১১,২৪৯ টাকায়। এছাড়াও ব্যাঙ্ক অফারের মাধ্যমে গ্রাহকরা ১,০০০ টাকার ছাড় পাবেন। Redmi Note 11 SE ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে।
advertisement
advertisement
Redmi 9i Sport -
Redmi 9i Sport-এর দাম ৯,৯৯৯ টাকা থেকে শুরু। কিন্তু এই সেলে Redmi 9i Sport ফোন পাওয়া যাবে মাত্র ৭,০১৯ টাকায়। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) এবং ওলা মানির (OLA Money) মাধ্যমে গ্রাহকরা ১,০০০ টাকার ছাড় পাবে। Redmi 9i Sport ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর।
advertisement
Redmi Note 11T 5G ফোন এই সেলে পাওয়া যাবে ১৫,৭৪৯ টাকায়। Redmi Note 11T 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। Redmi Note 11T 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৩৩ ডবলু ফাস্ট চার্জ। এই সেলে Redmi Note 11T 5G ফোনের উপরে গ্রাহকেরা ২০০০ টাকার ছাড় পেতে পারেন।
advertisement
Redmi A1 -
Redmi A1 ফোনের দাম শুরু হয় ৮,৯৯৯ টাকা থেকে। কিন্তু, এই সেলে Redmi A1 ফোন পাওয়া যাবে মাত্র ৬,৪৯৯ টাকায়। Redmi A1 ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। এছাড়াও Redmi A1 ফোনে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের এআই ক্যামেরা।
advertisement
Xiaomi কোম্পানির এই স্মার্ট টিভি Xiaomi Smart TV 5A-র উপরে পাওয়া যাচ্ছে ১১,০০০ টাকার ছাড়। সুতরাং এই সেলে Xiaomi Smart TV 5A টিভি পাওয়া যাবে মাত্র ১২,৯৯৯ টাকায়। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্কের মাধ্যমে গ্রাহকেরা অতিরিক্ত ১০০০ টাকার ছাড় পেতে পারেন। Xiaomi Smart TV 5A টিভিতে রয়েছে মেটাল বেস লেস ডিজাইন এবং ২০ ডবলু স্পিকার।
advertisement
Redmibook Series -
এই সেলে গ্রাহকেরা Redmibook Series ল্যাপটপ ক্রয় করতে পারেন ৩১,৯৯৯ টাকায়। এই সেলে এর উপরে পাওয়া যাচ্ছে ১৭,০০০ টাকার ছাড়। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্কের মাধ্যমে গ্রাহকেরা অতিরিক্ত ১০০০ টাকার ছাড় পেতে পারে। Redmibook Series ল্যাপটপে রয়েছে ১১ জেন ইনটেল কোর প্রসেসর প্লাসের মতো ফিচার।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পুজো থেকে দিওয়ালি, কেনাকাটার সব চাহিদা মেটাবে Xiaomi সেল! স্মার্টফোন, টিভি, ল্যাপটপ কেনার এটাই মরশুম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement