Xiaomi 12S, 12S Pro Details Leak: লঞ্চের আগেই ফাঁস Xiaomi 12S ও Xiaomi 12S Pro ফোনের ফিচার্স
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Xiaomi 12S 12S Pro Details Leak: Xiaomi 12S ও Xiaomi 12S Pro এই দুটি ফোনের প্রসেসর, RAM এবং স্টোরেজ সম্পর্কে জানা গিয়েছে।
Xiaomi 12S, 12S Pro Details Leak: Xiaomi 12 সিরিজের একাধিক মডেল লঞ্চ করা হতে চলেছে এই বছর। Xiaomi ইতিমধ্যেই লঞ্চ করেছে Xiaomi 12, Xiaomi 12 Pro, Xiaomi 12X ফোন। বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে এই ফোন। মনে করা হচ্ছে Xiaomi 12 Ultra ফোনের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে জুলাই মাসে। এ ছাড়াও জানা গিয়েছে যে, Xiaomi তাদের আরও দু’টি ফোন লঞ্চ করতে চলেছে। এই বছরই নির্দিষ্ট কয়েকটি দেশে লঞ্চ করা হতে চলেছে Xiaomi কোম্পানির এই দু’টি নতুন ফোন। নতুন এই ফোন দুটি হল Xiaomi 12S ও Xiaomi 12S Pro।
Xiaomi 12S ও Xiaomi 12S Pro ফোন লঞ্চের আগেই এর কয়েকটি ফিচার সম্পর্কে জানা গিয়েছে। টিপস্টার মুকুল শর্মা (Mukul Sharma) এই ফোনের কয়েকটি ফিচার সম্পর্কে জানিয়েছেন। Xiaomi 12S ও Xiaomi 12S Pro এই দুটি ফোনের প্রসেসর, RAM এবং স্টোরেজ সম্পর্কে জানা গিয়েছে। টিপস্টারের রিপোর্ট অনুযায়ী Xiaomi 12S ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন এসওসি। Xiaomi 12S ফোনে থাকতে পারে ৮ জিবি র্যা2ম এবং 12৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশন। এছাড়াও থাকতে পারে 12জিবি RAM ও ৫12 জিবি স্টোরেজ অপশন।
advertisement
advertisement
মুকুল শর্মা জানিয়েছেন যে, Xiaomi 12S Pro ফোনে থাকতে পারে তিনটি স্টোরেজ অপশন। এগুলো হল ৮ জিবি RAM ও 12৮ জিবি স্টোরেজ, ৮ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ এবং 12 জিবি RAM ও ৫12 জিবি স্টোরেজ। এছাড়াও Xiaomi 12S Pro ফোনে থাকতে পারে 12০W ফাস্ট চার্জ সাপোর্ট।
advertisement
এ ছাড়াও জানা গিয়েছে যে, Xiaomi ফোনের অন্য ভ্যারিয়েন্টে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ এসওসি। এই ভ্যারিয়েন্টে থাকতে পারে দু’টি স্টোরেজ অপশন। এছাড়াও Xiaomi ফোনের এই ভ্যারিয়েন্টে থাকতে পারে দু’টি স্টোরেজ অপশন। এর মধ্যে একটি হল ৮ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ। আরেকটি হল 12 জিবি RAM ও ৫12 জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন।
advertisement
শোনা যাচ্ছে যে Xiaomi 12S ফোনে থাকতে পারে লেইকা টিউনড স্মার্টফোন ক্যামেরা। Xiaomi কোম্পানির তরফে এই বছরের শুরুতেই এই ক্যামেরা উৎপাদক সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। Xiaomi 12 Ultra ফোন প্রথম স্মার্টফোন হতে পারে যার মধ্যে ব্যবহার করা হতে পারে এই লেইকা টিউনড ক্যামেরা।
view commentsLocation :
First Published :
June 24, 2022 1:17 PM IST

