Work From Home Gadgets: ওয়ার্ক ফ্রম হোম সহজে উঠবে না! কাজের সুবিধের জন্য রাখতেই হবে এই ৫ গ্যাজেট

Last Updated:

Work From Home Gadgets: এমন কিছু আধুনিক গ্যাজেট বা টেক-উপকরণ যা আমাদের ওয়ার্ক ফ্রম হোমের অভিজ্ঞতাকে সুখকর করে তোলে।

Work From Home Gadgets: বিগত কয়েক বছর ধরেই দেশে ওয়ার্ক ফ্রম হোমের প্রচলন ও চাহিদা বেড়েছে। বাড়িতে কাজ করার অর্থ শুধুমাত্র ল্যাপটপ বা ডেক্সটপের ব্যবহার নয়। এর সঙ্গে প্রয়োজন আরও কিছু আধুনিক গ্যাজেট বা টেক-উপকরণ যা আমাদের ওয়ার্ক ফ্রম হোমের অভিজ্ঞতাকে সুখকর করে তোলে। প্রিন্টার থেকে শুরু করে এএনসি এবং ইএনসি হেডফোন- এই সবই ওয়ার্ক ফ্রম হোমের আধুনিক উপকরণ। এতে অফিসে না থেকেও যাবতীয় অফিসের সুবিধে পাওয়া যায়, ব্যস্ততার সময় বাইরে ছুটতে হয় না, অযথা বাইরের আওয়াজ থেকে বাঁচা যায়। এখানে ৫টি ওয়ার্ক ফ্রম হোম গ্যাজেটের কথা বলা হল, যা আমাদের বাড়ি বসে কাজের অভিজ্ঞতাকে আনন্দদায়ক করে তুলবে।
৭০০ ইউসি বেসড অ্যাডজাস্টেবল হেডফোন (Bose Headphones 700 UC with adjustable ANC)
এই হেডফোনের সাহায্যে ব্যবহারকারীরা যে কোনও মিটিংয়ে উপস্থিত হতে পারবেন। বাইরের যে কোনও রকম আওয়াজ প্রতিরোধ করতে সক্ষম এই হেডফোন। আর অ্যালেক্সার সঙ্গে এই হেডফোন জুড়ে দিতে পারলে আর কোনও অসুবিধের সম্ভবনাই নেই। যাঁরা এই ধরনের হেডফোন কিনতে চান তাঁরা বোস হেডফোনস ৭০০ ইউসি হেডফোন কিনতে পারেন, দাম ভারতীয় মুদ্রায় মাত্র ৩১,১৪৫.৩৪ টাকা।
advertisement
advertisement
এইচপি অফিস জেট প্রো ৮২১০ প্রিন্টার (HP OfficeJet Pro 8210 Printer)
বাড়িতে কাজ করতে হলে বেশিরভাগ সময়ই আমাদের ডকুমেন্ট বা প্রোজেক্ট প্রিন্ট করার দরকার পড়ে। সে ক্ষেত্রে বারবার বাইরে ছোটা সম্ভব নয়। খুব নাম মাত্র দামে বাড়িতেই কিনে নেওয়া যেতে পারে ভালো মানের প্রিন্টার। ভারতীয় মুল্যে মাত্র ১৫,৬১২.১২ টাকায় ভালো মানের এইচপি অফিস জেট প্রো ৮২১০ প্রিন্টার কেনা যেতে পারে।
advertisement
সোনি লিঙ্কবাডস (Sony LinkBuds)
ভারতীয় মুল্যে মাত্র ১৫,৬১২.১২ টাকায় সোনি লিঙ্কবাডস আমাদের সর্বক্ষণের সঙ্গী হতে পারে। অ্যালেক্সার সঙ্গে অটো-কানেক্টেড হওয়ায় এই ইয়ারবাডসের ব্যবহার আরও সহজ হয়ে যায়।
advertisement
এইচপি ওয়্যারলেস মাউস (HP Wireless Mouse)
ল্যাপটপের টাচ প্যাডের তুলনায় ওয়্যারলেস মাউস ব্যবহার করা অনেক সুবিধের। এর জন্য এইচপির ওয়্যারলেস মাউস ব্যবহার করা যেতে পারে। ১৬০০ ডিপিআই অপটিক্যাল সেন্সরযুক্ত এইচপির ওয়্যারলেস মাউস এক্স৩০০০ জি২-এর মূল্য ভারতীয় মুদ্রায় মাত্র ১,০৯২.৪২ টাকা।
টিপি লিঙ্ক ডিইএসও এক্সই৭৫ ওয়াই-ফাই রাউটার (TP-Link Deco XE75 Wi-Fi 6 router)
advertisement
বাড়ি থেকে নির্বিঘ্নে কাজ করতে হলে ভালো ইন্টারনেট কানেকশন চাইই চাই। এর জন্য সবচেয়ে ভালো টিপি লিঙ্ক ডিইএসও এক্সই৭৫ ওয়াই-ফাই রাউটার, যার ভারতীয় মুদ্রায় দাম মাত্র ২৩,৪১৯.৪৭ টাকা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Work From Home Gadgets: ওয়ার্ক ফ্রম হোম সহজে উঠবে না! কাজের সুবিধের জন্য রাখতেই হবে এই ৫ গ্যাজেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement