Meta-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Whatsapp একটি নতুন ইন-অ্যাপ ব্যানারে কাজ করছে। এর ফলে ২ গিগাবাইট পর্যন্ত ডক্যুমেন্ট শেয়ার করা যাবে বলে ঘোষণা করেছে তারা৷ সেই মতো কাজও চলছে জোরদার। আসন্ন আপডেটেই এই ফিচার প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে।
WABetaInfo রিপোর্ট বলছে, অবশেষে ২ জিবি পর্যন্ত নথি পাঠানো সম্ভব হতে চলেছে Whatsapp-এ। বৃহত্তর নথিগুলি শেয়ার করার মতো ফিচার রোলআউটের পরে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা গড়ে ওঠেনি। এই কারণে, Whatsapp আসন্ন আপডেটের জন্য একটি নতুন ইন-অ্যাপ ব্যানারে কাজ করছে।
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
প্রতিবেদনে বলা হয়েছে, Whatsapp একটি নতুন ইন-অ্যাপ ব্যানারে কাজ করছে যেখানে ব্যবহারকারীকে তার ডক্যুমেন্ট ব্রাউজ করার বিভাগে পরিচয় করিয়ে দেওয়া যায়। নতুন ব্যানারে বলা থাকবে যে ২ ডিবি পর্যন্ত ফাইল ও ডক্যুমেন্ট শেয়ার করা সম্ভব।
পাশাপাশি Whatsapp আরও গ্রুপ-এর সাবজেক্ট ও ডেসক্রিপশন আর বিস্তৃত করার কথাও ভাবছে। এর ফলে গ্রুপগুলিকে আরও ভাল ভাবে বর্ণনা করা যাবে বলে মনে করা হচ্ছে। WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, গ্রুপের সাবজেক্ট এবং ডেসক্রিপশন টাইপ করার সময় যে অক্ষর সংখ্যার সীমা ছিল তা বৃদ্ধি পেয়েছে। আগে গ্রুপ-এর সাবজেক্ট-এর জন্য ২৫টি অক্ষর ব্যবহার করা যেত, এখন তা ১০০ হবে।
আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
এতে গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরদের আরও সুবিধা হবে নামকরণের সময়। গ্রুপের উদ্দেশ্য সনাক্ত করাও সহজ করে। এছাড়াও, Meta-মালিকানাধীন মেসেজিং অ্যাপটি গ্রুপ-এর ডেসক্রিপশন অংশের অক্ষর সংখ্যা ৫১২ থেকে বাড়িয়ে ২০৪৮ করছে।
এই আপডেটটি গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরদের গ্রুপ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিশদ এবং তথ্য যোগ করার জন্য আরও খানিকটা স্বাধীনতা দেবে। তার ফলে গ্রুপ অংশগ্রহণকারী সমস্ত সদস্যদের পক্ষে গ্রুপের উদ্দেশ্য বোঝা সহজ হয়ে উঠবে। বিশেষ করে যখন এটি কোনও কমিউনিটি-র সঙ্গে সংযুক্ত থাকবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।