হাতে আর মাত্র এক মাস সময়! এইসব আইফোনে বন্ধ হতে চলেছে Whatsapp
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বেশ কিছু ফোনে বন্ধ WhatsApp! এই তালিকায় আপনার ফোন নেই তো, জেনে নিন
Whatsapp বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। কোটি কোটি মানুষ বিশ্বব্যাপী তাদের দৈনন্দিন যোগাযোগের জন্য Meta-মালিকানাধীন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। খুব শীঘ্রই Whatsapp কিছু পুরোন পুরোন iPhone-এ কাজ করা বন্ধ করে দিতে চলেছে।
Whatsapp ট্র্যাকার WABetaInfo-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে iOS 10 এবং iOS 11 দ্বারা চালিত iPhone-গুলিতে Whatsapp কাজ করা বন্ধ করবে। রিপোর্ট অনুসারে, WhatsApp ইতিমধ্যেই ব্যবহারকারীদের জানানো শুরু করেছে যে অ্যাপটি শীঘ্রই তাদের ডিভাইসে কাজ করা বন্ধ করতে চলেছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, ২৪ অক্টোবর থেকে iOS 10 এবং iOS 11 দ্বারা চালিত iPhone-গুলিতে WhatsApp চালানো বন্ধ হয়ে যাবে। WhatsApp-এর সহায়তা কেন্দ্র আরও জানিয়েছে যে শুধুমাত্র iOS 12 চালিত স্মার্টফোনগুলিতেই এ বার থেকে Whatsapp চালানো যাবে।
advertisement
advertisement
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
বর্তমানে মাত্র দু’টি স্মার্টফোন রয়েছে যেখানে iOS 10 এবং iOS 11-এর সর্বশেষ সংস্করণ রয়েছে। তার পরে আর আপডেট করার মতো পরিস্থিতি নেই। এই ফোন দু’টি হল iPhone 5 এবং iPhone 5c। এই দু’টি স্মার্টফোনগুলিতে iOS 12 বা হাই কোয়ালিটি ভার্সন সাপোর্ট করে না। তাই যদি কোনও ব্যবহারকারী এইগুলির যে কোনও একটির মালিক হন, তা হলে তাঁরা WhatsApp ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য স্যুইচ করতে চাইলে পারবেন৷ তবে যদি গ্রাহকদের কাছে একটি নতুন iPhone থাকে (iPhone 5s বা নতুন) এবং যাঁরা এখনও iOS 10 বা iOS 11 চালাচ্ছেন, তাঁরা ওই ফোনে Whatsapp ব্যবহার করতে চাইলে ফোন আপডেট করতে হবে।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
Apple iPhone আপডেট করার পদ্ধতি—
ব্যবহারকারীদের এই কয়েকটি ধাপ মেনে চলতে হবে ফোন আপডেট করার জন্য— Sttings > General > Software Update। এর পরে iPhone-এর সর্বশেষ iOS সংস্করণটি ডাউনলোড (Download) এবং ইনস্টল (Install) করতে হবে। বর্তমানে, iOS 15 পাওয়া যাচ্ছে iPhone 6s এবং তার পরবর্তী সংস্করণের জন্য। আগামী কিছু দিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে iOS 16। তবে এটি পাওয়া যাবে শুধুমাত্র Apple iPhone 8 এবং নতুন iPhoneগুলিতে। আগামী ৭ সেপ্টেম্বর Apple-এর অনুষ্ঠানে এটি লঞ্চ করা হবে।
Location :
First Published :
September 05, 2022 5:29 PM IST